ছবি সংগৃহীত
বাংলাদেশের নারী ক্রিকেট দল আজ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছে। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে তারা।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান। ফারজানা হক এবং শারমিন আক্তার ক্রিজে রয়েছেন। তবে, সুবহানা মোস্তারি ৯ বলে ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন।
এই ম্যাচের গুরুত্ব অপরিসীম, কারণ আজকের জয়ে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে পারবে। আর হারলেও সুযোগ থাকবে—এমন সমীকরণ নিয়ে তারা মাঠে নেমেছে।
বাছাইপর্বে বাংলাদেশের এখন পর্যন্ত তিনটি জয়, থাইল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের দল বাছাইপর্বে তিন ম্যাচে একটিতেই জয় পেয়েছে।
বাংলাদেশের নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলটি আজকের ম্যাচে সিরিজের সফলতা ধরে রাখতে চায়, যাতে তাদের বিশ্বকাপের স্বপ্ন পূর্ণ হয়।
এখন পর্যন্ত ভালো ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। কিভাবে ম্যাচ শেষ হয়, সেটিই এখন সকলের নজরে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News