জিম্বাবুয়ে সিরিজে স্পিন দায়িত্বে সোহেল ছুটিতে মুশতাকঃ ছবি সংগ্রহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে ২০ এপ্রিল, যখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়ে গেছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। রোববার থেকে সিলেটে শুরু হওয়া এই ক্যাম্পে অংশ নিচ্ছেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করছেন।
এছাড়া ক্যাম্পে রয়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ পুরো কোচিং স্টাফ। তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে—এই সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে, মুশতাক আহমেদ জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকছেন না। তার অনুপস্থিতিতে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দেশীয় কোচ সোহেল ইসলাম।
বিসিবির সঙ্গে মুশতাক আহমেদের ১৩০ দিনের চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট সময় পরপর তাকে বিশ্রামে রাখা হচ্ছে। চুক্তিভিত্তিক এই ব্যবস্থাকে ঘিরেই রোটেশন পদ্ধতিতে চলছে তার দায়িত্ব পালন। ফলে মুশতাককে না পেয়ে স্পিন বিভাগে অভিজ্ঞ সোহেল ইসলামকেই বেছে নিয়েছে বোর্ড।
সোহেল ইসলাম এর আগে অনূর্ধ্ব-১৯ দলের কোচ এবং জাতীয় দলেও বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে কাজ করার দক্ষতা দলের স্পিনারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে বিসিবি।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে পুরো দল আরও কিছুদিন সিলেটেই অনুশীলন চালিয়ে যাবে। এরপর ১৮ এপ্রিলের মধ্যেই দল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচকদের।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News