ছবি সংগ্রহীত
নারী বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের। লাহোরে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা, তবে শুরুতেই চাপে ফেলে দেয় টাইগ্রেসদের বোলিং ইউনিট।
খেলার শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশ ওপেনারদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ফলও মেলে দ্রুত। ম্যাচের চতুর্থ ওভারে রান নেওয়ার চেষ্টায় রানআউট হয়ে যান ওপেনার সারা ফোবস। মাত্র ৮ বল খেলে ৪ রান করে বিদায় নেন তিনি। উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ৬ রানের মাথায়।
এরপর লুইস ও অ্যামি হান্টার সাময়িক প্রতিরোধ গড়ে তুললেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় শট খেলার সুযোগ হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫০ রান, কিন্তু লুইস ব্যক্তিগত ২৪ রানে জান্নাতুল ফেরদৌসের বলে সহজ এক ক্যাচ দিয়ে ফিরে যান। তবে হান্টার এখনো উইকেটে রয়েছেন এবং তার সঙ্গে জুটি গড়েছেন ওরলা পেন্ডারগেস্ট। ১৮ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান।
বাংলাদেশ দলের পক্ষে এখন পর্যন্ত বল হাতে বেশ কার্যকর ছিলেন নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। শুরুতে স্পিনে নাহিদার নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ে রানআউট এনে দলকে এগিয়ে দেন তিনি।
বাংলাদেশের লক্ষ্য ম্যাচের মাঝপথে আরও এক-দু’টি উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডকে ছোট রানে থামিয়ে দেওয়া। কারণ ব্যাট হাতে ভালো ফর্মে আছেন নিগার সুলতানা, শামিমা সুলতানা ও ফারজানা হকরা। আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল অত্যন্ত ইতিবাচক।
এই ম্যাচে জিততে পারলে সুপার সিক্সে জায়গা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগ্রেসরা। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে বাছাইপর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আর তাই আয়ারল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করতে মরিয়া বাংলাদেশের নারীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News