ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 12:25 AM, 13 April 2025.
Digital Solutions Ltd

১৪১ রানের ইনিংসের পর পকেট থেকে চিরকুট, অভিষেক শর্মার বার্তা অরেঞ্জ আর্মির জন্য

Publish : 12:25 AM, 13 April 2025.
১৪১ রানের ইনিংসের পর পকেট থেকে চিরকুট, অভিষেক শর্মার বার্তা অরেঞ্জ আর্মির জন্য

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

আইপিএলের এবারের আসরে শুরুটা মোটেও ভালো যাচ্ছিল না অভিষেক শর্মার। একের পর এক ব্যর্থতা, পাঁচ ম্যাচ ধরে রান খরায় ভুগছিলেন তিনি। কিন্তু ষষ্ঠ ম্যাচেই বদলে গেলো সব চিত্র। পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমে মাত্র ৫৫ বলে গড়ে ফেললেন ১৪১ রানের বিধ্বংসী ইনিংস।

রাজীব গান্ধী স্টেডিয়ামে তার ইনিংসটি যেন এক ধ্বংসযজ্ঞ। ১৪টি চার আর ১০টি ছয়ের মারে সাজানো এই ইনিংসটি এখন ভারতীয়দের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল লোকেশ রাহুলের দখলে, যিনি ২০২০ সালে ১৩২ রান করেছিলেন।

অভিষেকের শতক আসে মাত্র ৪০ বলে। এরপরই ঘটে এক বিশেষ মুহূর্ত—পকেট থেকে কাগজের একটি টুকরো বের করে উঁচিয়ে ধরেন তিনি। সবার মনে প্রশ্ন জাগে, কী ছিল সেই কাগজে?

ম্যাচ শেষে জানা যায়, কাগজটিতে লেখা ছিল—“This is for the Orange Army”—অর্থাৎ, “এটা অরেঞ্জ আর্মির জন্য।” হায়দরাবাদের সমর্থকদের উদ্দেশ্যেই ছিল এই বার্তা।

অভিষেকের ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড মজা করে জানান, “ছয় ম্যাচ ধরে ওর পকেটে কাগজটি ছিল। আজ সেটা বের করার সুযোগ হলো। খুশি লাগছে, কারণ সে আজ যা করেছে, সেটাই আমরা চাইছিলাম। ব্যতিক্রমী রাত, এবং এই জয় আমাদের দরকার ছিল।”

অভিষেক নিজেও জানিয়েছেন, এই বার্তাটি তিনি ম্যাচের দিন সকালে লিখেছিলেন। তার ভাষায়, “আমি আজকেই এটা লিখেছি। ঘুম থেকে উঠে প্রায়ই কিছু লিখি। আজ হঠাৎ মনে হলো, যদি কিছু করতে পারি, সেটা অরেঞ্জ আর্মির জন্য হবে। ভাগ্য ভালো, আজই সে দিনটা হয়ে গেল।”

অভিষেকের সেঞ্চুরির ওপর ভর করে সানরাইজার্স হায়দরাবাদ ২৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় মাত্র ৯ বল ও ৮ উইকেট হাতে রেখে। এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। তালিকার প্রথমে রয়েছে ২০২৪ সালেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের ২৬২ রান তাড়া করে জয়লাভ।

অভিষেকের এই ইনিংস শুধু ম্যাচ ঘুরিয়ে দিয়েছে না, ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস, জাগিয়েছে সমর্থকদের ভালোবাসা, আর প্রমাণ করে দিয়েছে—একটি বার্তাই পারে হাজারো মন জয় করতে।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবারও ১৪ এপ্রিল, সালমান খানকে প্রাণনাশের হুমকি—কাকতালীয় নাকি পরিকল্পিত? শিরোনাম ঐক্যের মাধ্যমে নির্বাচনের পথ সুগম হবে: ফখরুল শিরোনাম জিম্বাবুয়ে সিরিজে স্পিন দায়িত্বে সোহেল, ছুটিতে মুশতাক শিরোনাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রাণবন্ত বৈশাখ উদযাপন শিরোনাম ভারত-চীন আকাশপথে সম্পর্কের নতুন দিগন্ত: শিগগিরই চালু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল শিরোনাম মায়ের জন্য কান্না, বাবাকে অপহরণকারী ভেবে গণপিটুনি