ছবি সংগ্রহীত
গাজার উত্তরে ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে। ইসরায়েলের বর্বর বোমা হামলায় একের পর এক ভেঙে পড়ছে ভবন, ধসে যাচ্ছে জীবন ও স্বপ্ন। এমনই এক ভয়াবহ বাস্তবতার মধ্যে থেকে উঠে এল মানবিক এক করুণ অধ্যায়—আলা মানুন নামের ওই অন্তঃসত্ত্বা নারীর জীবিত উদ্ধার।
রোববার (১৩ এপ্রিল) গাজার উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হয় ভয়াবহ বিমান হামলা। একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানলে মুহূর্তেই ধসে পড়ে সেই নির্মাণ। সেখানে প্রাণ হারান কমপক্ষে সাতজন, যাদের মধ্যে রয়েছেন দুই নারী। এই হামলার খবর নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ান হাসপাতাল, যাদের বরাতে তথ্য জানায় অ্যাসোসিয়েটেড প্রেস।
হামলার পর ধ্বংসস্তূপের নিচে শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসের স্তূপ সরিয়ে স্বেচ্ছাসেবীরা যখন আলা মানুনকে বের করে আনেন, তিনি তখনও বিস্ময়ের ঘোরে। স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার সময় বোঝা যাচ্ছিল, তিনি বিশ্বাস করতে পারছেন না—এতকিছুর পরেও তিনি বেঁচে আছেন।
তবে এই অলৌকিক বেঁচে যাওয়ার সঙ্গে জুড়ে আছে এক শোকাবহ ট্র্যাজেডি। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মানুন জানতে পারেন, একই হামলায় নিহত হয়েছেন তার ছোট মেয়ে, স্বামী এবং মা। আহত হয়েছেন তার আরও দুই মেয়ে, যাদের বয়স মাত্র ৪ ও ৭ বছর।
জাবালিয়ায় কর্তব্যরত এক চিকিৎসক জানান, মানুনের গোড়ালি ভেঙে গেছে, তবে তার প্রাণ বিপন্ন নয়। তবে সবচেয়ে দুঃশ্চিন্তার বিষয় হলো—তার গর্ভে বেড়ে ওঠা শিশুর অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। কারণ, উত্তর গাজার একমাত্র স্ক্যানার মেশিনটি ছিল আল-আহলি হাসপাতালে, যা ইতোমধ্যে ইসরায়েলি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন চিকিৎসকরা কেবল অনুমানের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।
মানুনের প্রতিবেশী আবদুল্লাহ দারদৌনার কথায় উঠে আসে গাজার বাস্তবতা—“এখানে কোনো প্রতিরোধ নেই। নেই কোনো কাসাম বা হামাসের ঘাঁটি। এখানে কেবল বেসামরিক মানুষ। আমরা শুধু মরদেহের মাঝে দিন কাটাচ্ছি।”
এই একটিমাত্র ঘটনা গাজায় চলমান সংকটের নির্মম চিত্র তুলে ধরে। মানবিক বিপর্যয়, পরিবার ধ্বংস, ভবিষ্যৎ অনিশ্চয়তা—সব মিলিয়ে এক করুণ বাস্তবতার মুখোমুখি ফিলিস্তিনের সাধারণ মানুষ।
অলা মানুনের অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা একদিকে যেমন বেঁচে থাকার প্রতীক, অন্যদিকে তা উঠে এসেছে একটি জাতির যন্ত্রণার প্রতিচ্ছবিও হয়ে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News