ছবি সংগ্রহীত
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন, আজ সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এ নেতা রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।
২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকার নিজ ফ্ল্যাট থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাঁকে আটক করে পুলিশ। পরদিন সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়।
চলতি বছরের ১৮ মার্চ ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ তাকে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আজ আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সরকারি কৌঁসুলি জানান, রায় সুনির্দিষ্ট সাক্ষ্যের ভিত্তিতে হয়েছে। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News