ছবি সংগ্রহীত
নোয়াখালীর বেগমগঞ্জে মেলায় ঘুরতে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক ব্যক্তি। সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নে হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটক করেছে।
নিহত নারীর নাম লাকী বেগম (১৯)। তিনি কালাপোল এলাকার বেদেপল্লীর মনছুর আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী মো. শাকিব নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বেদেপল্লী পাড়ার মঙ্গলের ছেলে।
নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে লাকী ও শাকিবের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত। সম্প্রতি শাকিব তার স্ত্রীকে নিয়ে লাকীর বাবার বাড়িতে আসেন। তবে গত রোববার (১৩ এপ্রিল) তাদের মধ্যে ঝগড়া হয় এবং শাকিব লাকীকে মারধর করে বলেও অভিযোগ করেন লাকীর মা।
ঘটনার দিন সন্ধ্যায় শাকিব ও তার পরিবারের সদস্যরা একলাশপুর মেলায় যায়। সেখানে ঘুরতে গিয়ে লাকী ও শাকিব একসঙ্গে নাগরদোলায় ওঠেন। প্রত্যক্ষদর্শী এক নারীর বরাতে জানা যায়, নাগরদোলায় উঠেই হঠাৎ করেই শাকিব পকেট থেকে ছুরি বের করে লাকীর গলায় আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লাকী মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, “ঘাতক স্বামীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।” এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। জনসমাগমপূর্ণ মেলায় এ ধরনের নৃশংস ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News