কুয়েটে ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ মে খুলছে আবাসিক হলঃ ছবি সংগ্রহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে চলতি বছরের ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সিলগালা অবস্থায় সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি তদন্ত প্রতিবেদন ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য।
সিন্ডিকেট সভায় আরও জানানো হয়, দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২ মে থেকে কুয়েটের সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।
তবে এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। হল না খোলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার (১৩ এপ্রিল) বিকাল ৩টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এর পর ২৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিশৃঙ্খল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে। এখন দেখার বিষয়—সিন্ডিকেটের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কতটা কার্যকর হয় এবং কুয়েটে স্বাভাবিক শিক্ষা পরিবেশ কবে ফিরিয়ে আনা সম্ভব হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News