ছবি সংগ্রহীত
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে দলটির। ঢাকায় একরাত অবস্থানের পর বুধবার সরাসরি সিলেটে যাবে ১৫ সদস্যের স্কোয়াড।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৮ এপ্রিল চট্টগ্রামে। ৪ মে দেশে ফিরবে সফরকারী দল।
এই সিরিজ সামনে রেখে লাক্কাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলনে ব্যস্ত টাইগাররা। ইনফর্ম দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন, নেটে শান্ত-সাদমানদের নাকানি-চুবানি খাওয়াচ্ছেন নিয়মিত। ফাস্ট বোলিং ইউনিটের এ উন্নতি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ইতিবাচক দিক।
তবে চিরচেনা দুশ্চিন্তা রয়ে গেছে ব্যাটিং অর্ডার নিয়ে। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা বারবার ভোগাচ্ছে দলকে। এমন অবস্থায় টেস্টের ধৈর্যের খেলায় রান তুলে জবাব দিতে হবে ব্যাটারদের।
জিম্বাবুয়ে এবার এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে। ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চাইছে সিরিজ জয় দিয়ে।
তবে এ সিরিজ ঘিরে খুব একটা আগ্রহ চোখে পড়ছে না সমর্থকদের মধ্যে। টি-টোয়েন্টির যুগে দ্রুতগতির ক্রিকেটের মাঝে বাংলাদেশের ঘরোয়া টেস্ট সিরিজ আগ্রহ হারিয়েছে। এখনো পর্যন্ত কোনো টেলিভিশন সম্প্রচারে আগ্রহ দেখায়নি, যা সিরিজের আমেজ অনেকটাই ম্লান করে দিয়েছে।
তবুও বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মানেই সম্ভাবনার ভরপুর এক মঞ্চ। নতুন রেকর্ড, উদীয়মান তারকা কিংবা প্রত্যাবর্তনের গল্প—এমন কিছুই হয়তো অপেক্ষা করছে লাক্কাতুরার উইকেটে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News