ছবি সংগ্রহীত
দেশের বাজারে ভোজ্যতেলের নতুন দাম আজ (১৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। বোতলজাত এবং খোলা উভয় ধরনের সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, রাজস্ব আদায় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বেড়ে হয়েছে ১৬৯ টাকা। বাজারে পাঁচ লিটারের প্রতি বোতলের নতুন দাম ধরা হয়েছে ৯২২ টাকা। একইসঙ্গে খোলা পাম তেলের দামও প্রতি লিটারে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “মূল্য সমন্বয়ের পাশাপাশি সরকার রাজস্ব আয় বাড়াতে চায়। তাছাড়া, স্থানীয় বাজারে সরবরাহ পরিস্থিতি উন্নত করতেও আমরা উদ্যোগ নিচ্ছি।”
তিনি আরও জানান, এরইমধ্যে দেশে দুটি তেল কোম্পানি উৎপাদন কার্যক্রম শুরু করেছে। এছাড়া আরও ৬-৭টি কোম্পানি উৎপাদনে আসার প্রক্রিয়ায় রয়েছে। আশা করা হচ্ছে, এতে করে বাজারে তেলের জোগান বাড়বে এবং ভবিষ্যতে দাম স্থিতিশীল থাকবে।
এর আগে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে সরকারিভাবে সিদ্ধান্ত না আসায় সেদিন তা কার্যকর হয়নি। অবশেষে আজ সরকারের অনুমোদনের মাধ্যমে নতুন দাম কার্যকর হলো।
সরকারি এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ব্যয়বহুল জীবনে আরও চাপ তৈরি করবে বলে মনে করছেন অনেক ভোক্তা। তবে সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ভারসাম্য আনতে ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ সময়োপযোগী।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News