ছবি সংগ্রহীত
দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা জাতীয় দলের ওপেনার লিটন দাসের সময়টা যেন দুঃস্বপ্নের মতোই কাটছে। ব্যাট হাতে ফর্মহীনতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা পাননি তিনি। সেই হতাশার মধ্যেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ভালো কিছুর আশায় ছিলেন। কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না তার। মাঠে নামার আগেই চোট পেয়ে দেশে ফিরতে হচ্ছে এই ব্যাটসম্যানকে।
করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির হয়ে এবারই প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। অনাপত্তিপত্রও মিলেছিল বিসিবি থেকে। গত ৯ এপ্রিল তিনি পাকিস্তানে পৌঁছান এবং দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। কিন্তু ম্যাচে নামার আগেই ঘটে বিপত্তি।
অনুশীলনের সময় একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে লিটনের। দেশি এক সংবাদমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন এ খবর। চোট থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছেন লিটন।
এই চোটের কারণে পিএসএলের পুরো আসর থেকেই ছিটকে পড়েছেন তিনি। করাচি কিংস আজ রাতে তাদের প্রথম ম্যাচ খেলতে নামলেও লিটনের মাঠে নামা হচ্ছে না। অভিষেকের আগেই দেশে ফিরে আসছেন তিনি।
৩০ বছর বয়সী লিটন দাস এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অংশ নিলেও পিএসএলে খেলার সুযোগ হয়নি তার। এবারের আসরে তাকে প্রথমবারের মতো দলে নিয়েছিল করাচি কিংস। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো অভিষেকও হয়ে যেত। কিন্তু চোটের কারণে সেই স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল।
জাতীয় দলের নির্বাচকরাও হয়তো তার পিএসএল পারফরম্যান্সের দিকে তাকিয়ে ছিলেন ভবিষ্যতের পরিকল্পনার জন্য। সেই আশাও আপাতত ভেস্তে গেছে। ফর্মহীনতা, বাদ পড়া, আর এবার চোট—লিটনের জন্য চলতি মৌসুম যেন একের পর এক ধাক্কা।
চোট কাটিয়ে আবার মাঠে কবে ফিরবেন লিটন, সেটাই এখন দেখার বিষয়। তবে তিনি সুস্থ হয়ে যেন আগের সেই আত্মবিশ্বাসী ছন্দে ফিরতে পারেন, সেটাই এখন ভক্ত-সমর্থকদের কামনা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News