ছবি সংগ্রহীত
রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। আদালতের নির্দেশে জানানো হয়, মামলার সকল আসামি বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক ও প্রসিকিউশন কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুই মামলার একটিতে ১২ জন এবং অন্যটিতে ১৭ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন। পরোয়ানাভুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক কর্মকর্তা মো. খুরশীদ আলম, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের সদস্যরা।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে মোট ৬০ কাঠা জমি জালিয়াতির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের। দোষী ব্যক্তিরা সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় অপরাধ করেছেন।
দুদক জানায়, ২০২৫ সালের জানুয়ারির ১২, ১৩ ও ১৪ তারিখে পৃথকভাবে মামলাগুলো দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯ এবং ১০৯ ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা দেড় দশক ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং পরবর্তীতে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। সেখানেই বর্তমানে অবস্থান করছেন তিনি ও তার পরিবার।
নতুন সরকারের অধীনে এই মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন মামলা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News