ছবি সংগ্রহীত
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় আটক ২৩৯ বিডিআর সদস্যের জামিনের বিষয়ে আদেশ আবারও পিছিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ তারিখ এজাজ আগামী ৮ মে নতুন দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার মূল বিচারক ইব্রাহিম মিয়া অসুস্থ থাকায় এদিন আদালতে উপস্থিত ছিলেন না। ফলে সাক্ষ্যগ্রহণ কিংবা জামিন নিয়ে কোনো আদেশ হয়নি। উল্লেখযোগ্য যে, এটি চতুর্থবারের মতো আদেশ পেছানোর ঘটনা।
এর আগে ১৩ মার্চ জামিন শুনানি শেষে আদালত ১৬ মার্চ আদেশের দিন নির্ধারণ করেন। পরে তা পিছিয়ে ১৭ মার্চ এবং পরবর্তীতে ১০ এপ্রিল তারিখ ধার্য করা হয়, যা আবার পেছানো হলো।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের সদর দপ্তর পিলখানায় ভয়াবহ বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা হয়। হত্যা মামলায় ২০১৩ সালের রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন। আপিল শেষে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
অন্যদিকে বিস্ফোরক আইনের মামলায় ২০১০ সালে ৮৩৪ জনের বিচার শুরু হয়, যার মধ্যে অনেকেই এখনও কারাগারে। জামিন আবেদন, আপিল ও পুনঃতদন্ত নিয়ে এখনও চলছে আইনি প্রক্রিয়া।
সম্প্রতি শহীদ পরিবারের সদস্যরা ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করেছে। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News