ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:57 AM, 15 April 2025.
Digital Solutions Ltd

মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

Publish : 02:57 AM, 15 April 2025.
মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২ঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই একটি ট্রাক উল্টে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহযোগী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. ইদ্রিস আলী (৩০) যশোরের কেশবপুর উপজেলার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তার সহযোগী মো. ফয়সাল খান (২৫) একই উপজেলার মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে।

হাইওয়ে পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী তরমুজ বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে চলছিল। ঘোপঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ফয়সাল খান নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযানে নামে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং করিমপুর হাইওয়ে থানার একটি দল। দুই ঘণ্টাব্যাপী চেষ্টার পর চালক ও সহকারীকে ট্রাকের ভেতর থেকে বের করে আনা হয়।

মধুখালী দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা রাশেদুল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। উদ্ধারকাজে মাগুরা ইউনিট এবং হাইওয়ে পুলিশের সহায়তায় দুইজনকে বের করা সম্ভব হয়, তবে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

করিমপুর হাইওয়ে থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, “নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কে অতিরিক্ত গতিসহ ট্রাক চলাচল এবং চালকদের বিশ্রামের অভাব প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এমন দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ট্রাফিক মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২