ছবি সংগ্রহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি ড্রেন খননকৃত মাটির দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাই এনায়েত শেখ (৬০) গুরুতর আহত হয়েছেন। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এ হামলা চালিয়েছেন তার ছোট ভাই কামরুল শেখ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনায়েত শেখ ওই গ্রামের মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে।
দুই ভাইয়ের বিরোধে রক্তাক্ত পরিণতি
প্রত্যক্ষদর্শীরা জানান, টুঙ্গিপাড়া পৌরসভার পক্ষ থেকে বাড়ির পাশে একটি ড্রেন খনন করা হয়। সেই ড্রেনের উত্তোলিত মাটি কে রাখবে—এই নিয়েই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামরুল শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই এনায়েত শেখকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা দ্রুত আহত এনায়েতকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ বলছে, তদন্ত চলছে
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ মনে হলেও আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
স্থানীয়দের মধ্যে উত্তেজনা
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তবে সরকারি ড্রেন খননকৃত মাটি নিয়েই এমন রক্তক্ষয়ী ঘটনার সৃষ্টি হবে, তা কেউ কল্পনা করেননি।
উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News