ছবি সংগ্রহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার। অভিষেকেই ২৬ রানে ৪ উইকেট শিকার করে গড়লেন নতুন রেকর্ড। অন্যদিকে, ম্যাচটি হতাশা নিয়ে কাটল বাংলাদেশের তরুণ স্পিনার রিশাদ হোসেনের জন্য—যিনি লাহোর কালান্দার্স দলে থাকলেও একাদশে জায়গা পাননি।
দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের হাইভোল্টেজ ম্যাচে আলো ছড়িয়েছেন হোল্ডার। লাহোরের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিয়ে মাত্র ১৩৯ রানেই থামিয়ে দেন তারা। ম্যাচে আবদুল্লাহ শফিকের ৬৬ কিংবা কলিন মুনরোর ৫৯ রানের ইনিংসও ঢাকা পড়ে যায় হোল্ডারের ঘূর্ণিঝড়ের সামনে।
এই বোলিং ফিগার তাকে এনে দিয়েছে এক অনন্য রেকর্ড—পিএসএল অভিষেকে যেকোনো বিদেশি ক্রিকেটারের সেরা বোলিং ফিগার এখন হোল্ডারের।
পিএসএল অভিষেকে সেরা বোলিং ফিগার (বিদেশি ও দেশি মিলিয়ে):
১৩/৪ - মোহাম্মদ নাওয়াজ (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স)
২৩/৪ - উমাইদ আসিফ (পেশোয়ার জালমি)
২৬/৪ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড)
২৮/৪ - আরিশ আলি খান (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স)
তিনজন পাকিস্তানি বোলার অভিষেকে ৪ উইকেট শিকার করলেও বিদেশিদের মধ্যে হোল্ডারই প্রথম, যিনি অভিষেকেই এমন নজরকাড়া বোলিং করলেন।
ম্যাচে হোল্ডারের পাশাপাশি আলো ছড়িয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খানও। তিনিও শিকার করেছেন ৩টি উইকেট। এ নিয়ে তিনি পিএসএলের ইতিহাসে মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে ৭ বার একই ইনিংসে ৩ বা তার বেশি উইকেট শিকারের কীর্তি গড়লেন।
লাহোর কালান্দার্সের পরাজয়ে হতাশ হয়েছেন সমর্থকেরা, বিশেষ করে বাংলাদেশি ভক্তরা। তারা অপেক্ষায় ছিলেন রিশাদ হোসেনের মাঠে নামার জন্য। তবে একাদশে সুযোগ না পাওয়ায় তাকে দেখা গেল শুধুই ডাগআউটে।
তবে পুরো ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন হোল্ডারই। প্রথমবার পিএসএলে খেলতে নেমেই ম্যাচসেরা বোলিং করে তিনি বুঝিয়ে দিলেন, এই টুর্নামেন্টে আরও অনেক চমক দিতে প্রস্তুত তিনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News