ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:58 PM, 14 April 2025.
Digital Solutions Ltd

আইপিএলে পাথিরানার রেকর্ড ওয়াইড, মুস্তাফিজের সতীর্থ শীর্ষে বিব্রতকর তালিকায়

Publish : 11:58 PM, 14 April 2025.
আইপিএলে পাথিরানার রেকর্ড ওয়াইড, মুস্তাফিজের সতীর্থ শীর্ষে বিব্রতকর তালিকায়

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

চলতি আইপিএলে মাঠে পারফর্ম করছেন, কিন্তু মাঠের বাইরের একটি পরিসংখ্যান বিব্রতকরভাবে সামনে এসেছে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার জন্য। মুস্তাফিজুর রহমানের সতীর্থ হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই পেসার গড়েছেন আইপিএলের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড—সবচেয়ে বেশি ওয়াইড বল করার।

সাম্প্রতিক লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে চেন্নাইয়ের হয়ে ভালো বোলিং করলেও (৪৫ রানে ২ উইকেট), মাত্র ৪ ওভারে ৬টি ওয়াইড দিয়ে বসেন পাথিরানা। এই ছয় ওয়াইডের সঙ্গে সঙ্গে তার আইপিএল ক্যারিয়ারে মোট ওয়াইড বলের সংখ্যা দাঁড়ায় ৮০-তে। ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল অভিষেকের পর থেকে এই সংখ্যাই এখন পর্যন্ত সর্বোচ্চ।

এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজকে, যিনি দিয়েছেন ৭৮টি ওয়াইড। এরপর রয়েছে হার্শাল প্যাটেল (৫৯), তুশার দেশপান্ডে (৫৮) এবং রবিচন্দ্রন অশ্বিন (৫৪)-এর নাম।

চেন্নাই সুপার কিংসের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এলেও এই রেকর্ড যেন পাথিরানার ব্যক্তিগত পারফরম্যান্সে ছায়া ফেলল। যদিও তালিকায় তার বর্তমান এবং সাবেক সতীর্থরাও আছেন—রবিচন্দ্রন অশ্বিন ও তুশার দেশপান্ডে। ফলে কিছুটা স্বস্তি খুঁজে নেওয়ার সুযোগ থাকলেও, পাথিরানার মতো প্রতিভাবান পেসারের জন্য এই রেকর্ড ভবিষ্যতের জন্য চিন্তার কারণও হতে পারে।

চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত ২৫টি ম্যাচে অংশ নিয়েছেন পাথিরানা। তরুণ এই লঙ্কান বোলারের গতি ও বৈচিত্র্য মুগ্ধ করলেও ধারাবাহিকভাবে অতিরিক্ত বল দেওয়ার প্রবণতা তার উন্নতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

চলতি আসরে মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন পাথিরানা। তবে বলের নিয়ন্ত্রণে আরও উন্নতি না আনলে পরিসংখ্যান তাকে আরও বিব্রতকর জায়গায় নিয়ে যেতে পারে—এমনটাই মত বিশ্লেষকদের।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২