পিএসএলে অভিষেকেই হতাশ লিটনঃ ছবি সংগ্রহীত
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ প্রথমবার খেলার সুযোগ পেয়ে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ইনজুরির কারণে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় তার এবারের পিএসএল অধ্যায়। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। ফলে হতাশা নিয়েই দেশে ফিরেছেন তিনি।
গত শনিবার রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন লিটন। ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশার কথা অকপটে জানিয়েছেন এই টাইগার তারকা। বলেছেন, "এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি। যা হয়েছে, সবটাই লস। আমার মনে হয়, আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।"
চোট পাওয়ার পর করাচি কিংস কর্তৃপক্ষের সহানুভূতিশীল আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন লিটন। বলেন, "তারা যথেষ্ট হেল্পফুল ছিল। মন-মানসিকতার দিক থেকে খুব ভালো। তারা আমাকে সময় দিয়েছিল সিদ্ধান্ত নেওয়ার জন্য।"
লিটন আরও বলেন, "একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়। এরপর অনুশীলন ছাড়া এমন একটা টুর্নামেন্টে খেলা খুবই কঠিন। সামনে জাতীয় দলের খেলা থাকায় আমি মনে করেছি রিকভারি করাটা জরুরি। সে কারণেই ফিরে এসেছি।" করাচি কিংস ইতোমধ্যে লিটনের বদলি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে অন্তর্ভুক্ত করেছে।
উল্লেখ্য, পিএসএলকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে লিটনের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। তবে ইনজুরি সেই প্রস্তুতির পথ আটকে দেয়। দেশের ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, দ্রুতই সুস্থ হয়ে জাতীয় দলে ফিরবেন এই ব্যাটিং ভরসা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News