ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:49 PM, 11 April 2025.
Digital Solutions Ltd

ইতিহাসে সবচেয়ে বড় হারের পর চেন্নাইকে ধোনির হুঁশিয়ারি

Publish : 11:49 PM, 11 April 2025.
ইতিহাসে সবচেয়ে বড় হারের পর চেন্নাইকে ধোনির হুঁশিয়ারি

ইতিহাসে সবচেয়ে বড় হারের পর চেন্নাইকে ধোনির হুঁশিয়ারিঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

পুনরায় মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফিরলেও ঘুরে দাঁড়াতে পারল না চেন্নাই সুপার কিংস। বরং নিজেদের আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের। বৃহস্পতিবার (১১ এপ্রিল) চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারার পর দলের ক্রিকেটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন দলনায়ক ধোনি—নিজেদের শক্তি চেনো, আর অনুকরণ করতে যেও না।

রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে পড়ায় দায়িত্ব ফিরে পান ধোনি। তাঁর অভিজ্ঞ নেতৃত্ব হয়তো ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল ভক্ত-সমর্থকদের মনে। কিন্তু মাঠের পারফরম্যান্স হতাশ করেছে সবাইকে। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তুলতে পারে মাত্র ১০৩ রান। জবাবে মাত্র ১০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনির বক্তব্য ছিল বাস্তববাদী ও স্পষ্ট। তিনি বলেন, “পরিবেশ বুঝে খেলাটা খুব জরুরি। আমরা দু-একটা ম্যাচে ভালো খেলেছি ঠিকই, কিন্তু নিজের শটের উপর বিশ্বাস রাখতে হবে। অন্য কেউ কী করছে, সেটার পেছনে ছুটে লাভ নেই। নিজেকে অনুকরণ করাই সবচেয়ে ভালো।”

উইকেট হারিয়ে দ্রুত রান তুলতে যাওয়া যে বুমেরাং হয়ে এসেছে, সেটাও অকপটে স্বীকার করেন ধোনি। তিনি বলেন, “দলে আমাদের ভালো ওপেনার আছে। কিন্তু স্কোরবোর্ডের চাপে পড়ে হঠাৎ ঝুঁকি নিয়ে খেলা ঠিক না। কয়েকটা বাউন্ডারি মারলেই রান আসবে। তবে যদি ঠিক করে নামি যে ‘আমায় ৬০ রান করতেই হবে’, তাহলে সমস্যা। আর শুরুতেই উইকেট পড়ে গেলে মিডল অর্ডারের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়।”

পিচের আচরণ নিয়েও কথা বলেন ধোনি। তাঁর মতে, চেন্নাইয়ের উইকেটে বল থেমে থেমে আসছিল, যেটা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবুও সেটা সামাল দেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। “বিপক্ষ দলে ভালো স্পিনার ছিল। আমরা লম্বা কোনো জুটি গড়তে পারিনি, যেটা টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ,” বলেন ধোনি।

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ধোনি বলেন, “বেশ কয়েকটি ম্যাচ আমাদের পক্ষে যায়নি। বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে। এখনই সময় নিজেদের গুছিয়ে নেয়ার।”

এই হারের পর প্লে-অফে চেন্নাইয়ের সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও আইপিএল নাটকীয়তায় ভরা, তবুও ঘুরে দাঁড়াতে হলে চেন্নাইকে এখন থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আর সবার আগে ব্যাটিং লাইনআপে স্থিতিশীলতা ফেরানো জরুরি।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২