ছবি সংগ্রহীত
যে সুযোগ একবার হাতছাড়া হয়েছিল, সেটা ফিরে পেয়ে দারুণভাবেই কাজে লাগালেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার কথা থাকলেও এনওসি জটিলতায় তা আর হয়ে ওঠেনি। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলতে নেমেই নিজের জাত চেনালেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার। অভিষেক ম্যাচেই ৩১ রানে ৩ উইকেট নিয়ে শুধু ম্যাচের মোড় ঘুরিয়ে দেননি, নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনটি রেকর্ডে।
লাহোর কালান্দার্সের জার্সিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রিশাদের বোলিং ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের সর্বোচ্চ স্কোরার রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ—এই তিন গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের ৭৯ রানের বিশাল জয়ে বড় অবদান রাখেন এই তরুণ লেগি।
রিশাদের এই ৩ উইকেট শিকারে উঠে এসেছে তিনটি উল্লেখযোগ্য রেকর্ড, যার দুটি পিএসএল ঘরানার এবং একটি বাংলাদেশি খেলোয়াড়দের প্রেক্ষিতে।
প্রথমত, পিএসএলে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন রিশাদের দখলে। ৩১ রানে ৩ উইকেট নিয়ে তিনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের ২০১৭ সালে লাহোরের বিপক্ষে ১৪ রানে ২ উইকেটের পারফরম্যান্সকে। তালিকার শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যার বোলিং ফিগার ছিল ৩ উইকেটে ২১ রান, করাচি কিংসের বিপক্ষে।
পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার (এক ইনিংসে):
১. মাহমুদউল্লাহ রিয়াদ – ৩/২১ (২০১৭)
২. রিশাদ হোসেন – ৩/৩১ (২০২৫)
৩. সাকিব আল হাসান – ২/১৪ (২০১৭)
দ্বিতীয় রেকর্ডটি এসেছে পিএসএলে অভিষেক ম্যাচে বিদেশি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা। কিছুদিন আগেই জেসন হোল্ডার ৪ উইকেট শিকার করে তালিকার শীর্ষস্থানে ছিলেন। আর এখন তার পরেই রয়েছেন রিশাদ।
পিএসএলে বিদেশি বোলারদের অভিষেকে সেরা বোলিং ফিগার:
১. জেসন হোল্ডার – ৪/২৬ (ইসলামাবাদ ইউনাইটেড)
২. রিশাদ হোসেন – ৩/৩১ (লাহোর কালান্দার্স)
তৃতীয় রেকর্ডটি আরও তাৎপর্যপূর্ণ। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এখন রিশাদের। এতদিন এই কৃতিত্ব ছিল তানজিম হাসান সাকিবের, যিনি গ্লোবাল সুপার লিগে ২ উইকেট নিয়েছিলেন ২০ রানে। রিশাদ তাকে ছাড়িয়ে গেছেন আরও এক ধাপ এগিয়ে।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার:
১. রিশাদ হোসেন – ৩/৩১ (পিএসএল)
২. তানজিম হাসান সাকিব – ২/২০ (গ্লোবাল সুপার লিগ)
৩. মুস্তাফিজুর রহমান – ২/২৬ (আইপিএল)
মাত্র এক ম্যাচেই নিজেকে আলাদাভাবে চিনিয়ে দিলেন রিশাদ হোসেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের দলে একজন কার্যকর লেগ স্পিনারের ঘাটতি যে অনুভব করা হতো, সেই শূন্যতা পূরণে রিশাদ হতে পারেন নতুন আশার নাম। পিএসএলে এই উজ্জ্বল শুরুটা ভবিষ্যতের পথ খুলে দেবে, সেই আশায় তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News