ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 03:02 AM, 15 April 2025.
Digital Solutions Ltd

বাঙালি বিয়ের স্বাদ নিতে পাবনায় রুশ তরুণী, হাত দিয়ে খেয়ে মজে গেলেন অতিথিপরায়ণতায়

Publish : 03:02 AM, 15 April 2025.
বাঙালি বিয়ের স্বাদ নিতে পাবনায় রুশ তরুণী, হাত দিয়ে খেয়ে মজে গেলেন অতিথিপরায়ণতায়

বাঙালি বিয়ের স্বাদ নিতে পাবনায় রুশ তরুণীঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বাঙালির বিয়ের আয়োজন, অতিথিপরায়ণতা আর রঙিন সংস্কৃতির প্রতি ভালোবাসা এবার টেনে আনল এক রুশ তরুণীকে। নাম ভিক্টোরিয়া ডেগতারেভা। বয়স ৩৪। জন্মসূত্রে রাশিয়ান হলেও কর্মসূত্রে থাকেন আমেরিকায়। বিভিন্ন দেশের সংস্কৃতি ও খাবারের স্বাদ নেওয়া তার শখ। এবার সেই শখ পূরণে হাজির হয়েছেন পাবনার এক বিয়েবাড়িতে।

গত ৭ এপ্রিল একাই বাংলাদেশে পা রাখেন ভিক্টোরিয়া। এরপর একে একে যোগ দেন গায়েহলুদ, বিয়ে এবং বউভাত—বাঙালির ঐতিহ্যবাহী বিয়ের প্রতিটি ধাপে। পুরো আয়োজনেই তিনি ছিলেন পরিবারের এক সদস্যের মতো।

ভিক্টোরিয়ার বাংলাদেশে আসার মূল সূত্র—তার সহকর্মী তনিমা ইসলাম। তনিমার ভাই তানভীর ইসলামের বিয়েতে নিমন্ত্রণ পেয়েই যুক্তরাষ্ট্র থেকে উড়াল দেন তিনি। বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পাবনা শহরে এসে মিশে যান একেবারে স্থানীয় পরিবেশের সঙ্গে।

তনিমা ইসলাম বলেন, “আমরা তো শুরুতে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, কী খাবে, কীভাবে থাকবে। কারণ, একদম অন্য পরিবেশ, আর ভিক্টোরিয়া তো বিদেশি। কিন্তু বিস্ময়করভাবে সে পুরো পরিবেশের সঙ্গে একাকার হয়ে গেছে। চামচ দিয়ে খাওয়ার অভ্যাস থাকলেও এখানে সে সবার সঙ্গে হাত দিয়ে খাচ্ছে!”

রুশ এই তরুণী জানিয়েছেন, এর আগে মিসর, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি। কিন্তু দক্ষিণ এশিয়ার সংস্কৃতির সঙ্গে তেমন পরিচয় ছিল না। বাংলাদেশে এসে তিনি বিস্মিত—“দুজন মানুষের এক হওয়ার জন্য এত আয়োজন! এত রঙ, এত উচ্ছ্বাস, সবাই এত আন্তরিক—আমার সত্যি ভালো লাগছে।” তিনি জানান, অনুষ্ঠানে তিনি বাঙালি মেয়েদের মতো সেজেছেন, শাড়ি পরেছেন, আলতা দিয়েছেন, আর খাওয়াদাওয়ায় নিজেকে একদম বাঙালি হিসেবেই মিশিয়ে দিয়েছেন।

তানভীর ইসলাম, যাঁর বিয়েতে এসেছেন ভিক্টোরিয়া, বলেন, “আমাদের এই বিয়েতে ওর উপস্থিতি একেবারে অন্য মাত্রা এনে দিয়েছে। আত্মীয়রাও ওকে দেখে মুগ্ধ। এত দূর থেকে শুধু বাঙালি বিয়ে দেখতে চলে এসেছে—এটা শুনে সবাই অবাক।”

তানভীরের বড় বোন তনিমা ইসলাম আখিও জানান, “মফস্বল শহরের পরিবেশ, গ্রামীণ আয়োজন—এসবের সঙ্গে মানিয়ে নেওয়া বিদেশির পক্ষে কঠিন। কিন্তু ভিক্টোরিয়া সেটা অবলীলায় করেছেন। রান্না যেটাই হচ্ছে, সেটাই খাচ্ছেন। সবকিছু উপভোগ করছেন মন খুলে।”

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার কথা থাকলেও, এবার আবার নতুন করে পরিকল্পনা বদলে ফেলেছেন ভিক্টোরিয়া। কারণ, সামনে তো পহেলা বৈশাখ। বর্ষবরণ অনুষ্ঠান দেখার লোভ সামলাতে না পেরে বলেই দিয়েছেন, “কয়েকদিন পর যাব, এখন বর্ষবরণ দেখব।”

এই ঘটনা শুধু একটি বিদেশি নারীর বাংলাদেশ সফর নয়, বরং বাঙালির সংস্কৃতি, অতিথিপরায়ণতা ও হৃদ্যতার এক অসাধারণ উদাহরণ। ভিক্টোরিয়ার চোখে বাংলাদেশ মানে এখন শুধু ভিনদেশি জায়গা নয়, বরং একটি রঙিন, প্রাণবন্ত ও মমতাময় অভিজ্ঞতার স্মৃতি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২