ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 03:02 AM, 15 April 2025.
Digital Solutions Ltd

‘কান্না আমার দুর্বলতা নয়, আবেগের বহিঃপ্রকাশ’—বারিশা হক

Publish : 03:02 AM, 15 April 2025.
‘কান্না আমার দুর্বলতা নয়, আবেগের বহিঃপ্রকাশ’—বারিশা হক

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

দেশের জনপ্রিয় শোবিজ ব্যক্তিত্ব বারিশা হক আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নিয়ে। কথায় কথায় কান্না করে ফেলেন— এ অভিযোগ বহুদিন ধরেই তার পেছনে লেগে আছে। কেউ বলেন, ‘ছিঁচকাঁদুনে’, কেউবা তির্যক মন্তব্য করেন— 'কান্না করে মার্কেটিং হয় না!' এসবের জবাব দিলেন এবার নিজেই, জানালেন— কেন এভাবে আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি।

বারিশা হক— যিনি একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার— জানিয়েছেন, কান্না করা তার কাছে কখনো লজ্জার নয়, বরং সেটি তার মানবিক আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি নেওয়ার জন্য— এটা ঠিক না। আমি ছোটবেলা থেকেই খুব কোমল হৃদয়ের মানুষ। আবেগ তো আছেই, কিন্তু এখন আমি অনেকটা বদলে গেছি, ম্যাচিউর হয়েছি। কিছু কথা বা আচরণ মনের মধ্যে গভীরভাবে দাগ কাটে। তখন আবেগ নিয়ন্ত্রণে রাখা সত্যিই কঠিন হয়ে পড়ে।”

বারিশা হকের এমন কান্না নিয়ে আলোচনা শুরু হয় কয়েক বছর আগে, একটি টেলিভিশন টকশোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে বিতর্কে জড়ানোর পর। সেই অনুষ্ঠানে বারিশার আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এরপর সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয় ট্রল আর সমালোচনার ঝড়।

পরবর্তীতে এক ফেসবুক লাইভে বারিশা প্রকাশ করেন তার ক্ষোভ। বলেন, “ইন্টারভিউতে আমার অতীতের কথা মনে পড়ে আবেগাপ্লুত হয়েছিলাম। কিন্তু সেটি নিয়ে যেভাবে মানুষ ট্রল করেছে, তাতে আমি খুব কষ্ট পেয়েছি। কেউ যখন কাউকে কষ্ট দেয়, সেটা একসময় ফিরে আসে— এটাকে বলে কারমা।”

নেটিজেনদের অনেকেই দাবি করেছিলেন, বারিশা ইচ্ছাকৃতভাবে কান্না করেন জনসিম্প্যাথি অর্জনের জন্য। আবার কেউ কেউ সরাসরি তাকে ‘ড্রামা কুইন’ বলতেও ছাড়েননি।

তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন সাহসের সঙ্গেই। বলেন, “যারা আমাকে ছিঁচকাঁদুনে বলে, তারা হয়তো আমার জায়গায় থাকলে বুঝতো কেমন লাগে। এটা আমার দুর্বলতা নয়, বরং আমার আবেগের প্রকাশ। আজও কেউ হৃদয় থেকে আঘাত দিলে আমি কাঁদি, কারণ আমি এখনো মানুষ হয়েই থাকতে চাই।”

বারিশা হকের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে— যেখানে ‘কান্না’ আর ‘দুর্বলতা’র মধ্যে পার্থক্য টেনে এনেছেন তিনি। সমালোচনার ভিড়েও নিজের মানবিক সত্ত্বাকে যে তিনি লুকাতে রাজি নন, সেটাই যেন আরও একবার স্পষ্ট করে দিলেন এই শোবিজ তারকা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২