ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:28 PM, 13 April 2025.
Digital Solutions Ltd

মল্লিকাকে নিয়ে অদিতির কটাক্ষ—চমকে গেলেন রণদীপ হুডা

Publish : 11:28 PM, 13 April 2025.
মল্লিকাকে নিয়ে অদিতির কটাক্ষ—চমকে গেলেন রণদীপ হুডা

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বলিউডে পা রাখার পর থেকেই অদিতি রাও হায়দরিকে ঘিরে ছিলো আশার আলো। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি একাধিক সিনেমায় কাজ করেও। শুরুটা করেছিলেন ‘দিল্লি সিক্স’-এ, কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমা থেকে বাদ পড়ে যায় তার চিত্রায়িত বেশ কিছু দৃশ্য। পরবর্তীতে 'রকস্টার'-এ সুযোগ পেলেও তা ছিল শুধুই পার্শ্বচরিত্রে।

২০১৩ সালে মুক্তি পায় ‘বস’, যেখানে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করলেও আলোচনায় চলে যায় সোনাক্ষী সিনহার আইটেম গান। সব মিলিয়ে নিজের মতো করে বলিউডে জায়গা করে নিতে ব্যর্থ হন অদিতি।

অন্যদিকে, বলিউডে সাহসী অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থেকেছেন মল্লিকা শেরাওয়াত। এই জায়গাতেই যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় ছিলেন অদিতি ও মল্লিকা।

২০১১ সালে সুধীর মিশ্র পরিচালিত ‘ইয়ে সালী জিন্দেগী’ ছবিতে অদিতি অভিনয় করেন ২২টি চুম্বনদৃশ্যে—যা মল্লিকার ‘মার্ডার’ ছবির রেকর্ডকেও ছাড়িয়ে যায়। কিন্তু দর্শকদের মন জিততে পারেননি তিনি।

‘মার্ডার থ্রি’তে রণদীপ হুডার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় তাকে, কিন্তু সেই ছবিও অদিতিকে তেমন উচ্চতায় নিয়ে যেতে পারেনি। বরং, তার নামের পাশে যুক্ত হয়ে যায় ‘সাহসী অভিনেত্রী’ ট্যাগ, কিন্তু তিনি হয়ে উঠতে পারেননি পূর্ণমাত্রার বলিউড নায়িকা।

সেই সময়ই এক বিতর্কিত মন্তব্য করে বসেন অদিতি। ছবির প্রচারের সময় মল্লিকার প্রসঙ্গ উঠতেই ক্ষোভে ফেটে পড়ে বলেন, “মানুষের মনটা শক্তপোক্ত হতে হয় একেবারে স্টিলের মতো। স্তনে সিলিকন দিয়ে লাভ নেই।”

অদিতির এমন কটাক্ষপূর্ণ মন্তব্যে হতবাক হয়ে যান সহ-অভিনেতা রণদীপ হুডা। উপস্থিত সকলেই তখন কিছুটা বিব্রত বোধ করেন।

অদিতির এমন মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকে একে মল্লিকার ব্যক্তিগত জীবন ও শরীর নিয়ে অপমান হিসেবেই দেখছেন। যদিও সৌন্দর্য বৃদ্ধিতে অস্ত্রোপচারের বিষয়টি সমর্থনও করেন অদিতি নিজেই। বলিপাড়ায় গুঞ্জন, অদিতি নিজেও তার চেহারায় রদবদল ঘটাতে একাধিকবার অস্ত্রোপচারের আশ্রয় নিয়েছেন।

এই মন্তব্যে বলিউডে সাহসী অভিনেত্রীদের নিয়ে থাকা পুরনো বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। মল্লিকার পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য না এলেও, অদিতির এ কটাক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সব মিলিয়ে, ক্যারিয়ারে পূর্ণতা না পেলেও বিতর্ক যেন বারবারই ঘিরে ধরেছে অদিতিকে। মল্লিকাকে নিয়ে এ ধরনের মন্তব্য তার ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২