ছবি সংগ্রহীত
বলিউডে এক দশকের বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, তবে প্রত্যাবর্তনের জন্য তিনি বেছে নিয়েছেন একেবারে রাজকীয় পথ। সাম্প্রতিক খবর অনুযায়ী, ‘বেওয়াচ’ খ্যাত এই বলিউড ডিভা ফিরছেন দেশের এক নাম্বার পরিচালক এস.এস. রাজামৌলির নতুন মেগা অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবির হাত ধরে।
গত কয়েক সপ্তাহ ধরে চলছিল জোর গুঞ্জন—প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে ফিরছেন। সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, রাজামৌলির পরিচালনায় এবং সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে এই ছবির ওয়ার্কিং টাইটেল রাখা হয়েছে ‘এসএসআরএমবি’। এটি হতে চলেছে এক উচ্চমাপের আন্তর্জাতিক মানের অ্যাকশন ছবি।
এদিকে, আরেকটি চর্চার বিষয় ছিল অ্যাটলি ও আল্লু অর্জুনের সম্ভাব্য নতুন প্রজেক্ট ‘এএ২২’ বা ‘এ৬’। বহু সূত্রে দাবি উঠেছিল, এই ছবির মূল নায়িকার চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে ভেবেছিলেন নির্মাতারা। যদিও পরে জানা যায়, অ্যাটলির পক্ষ থেকে তাকে কোনও প্রস্তাবই দেওয়া হয়নি। বরং প্রিয়াঙ্কা বিবেচনায় ছিলেন অ্যাটলির আরেকটি প্রজেক্টে, যেখানে মুখ্য চরিত্রে ছিলেন সলমন খান। তবে সেই প্রজেক্টটিও আপাতত বাতিল হয়ে গেছে।
তবে এটুকু নিশ্চিত হয়েছে যে, অ্যাটলি প্রিয়াঙ্কাকে একটি ছবির জন্য প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু ‘পিগি চপস’ খ্যাত এই অভিনেত্রী নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ, চিত্রনাট্য ও কনসেপ্টে তিনি তেমন কোনো আকর্ষণ খুঁজে পাননি।
প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাজামৌলির ছবির স্কেল, গল্প এবং আন্তর্জাতিক মানের নির্মাণ পরিকল্পনা তাকেই বেশি টেনেছে। সঙ্গে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে কাজ করার সুযোগ—সব মিলিয়ে এই মেগা প্রজেক্টেই নিজের প্রত্যাবর্তনের জন্য ‘হ্যাঁ’ বলে দিয়েছেন প্রিয়াঙ্কা।
রাজামৌলির ‘আরআরআর’-এর সাফল্যের পর তার পরবর্তী ছবির জন্য দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই আগ্রহে যোগ হলো প্রিয়াঙ্কা চোপড়ার নাম। হলিউডে সফল ক্যারিয়ার গড়ার পর আবারও বলিউডে ফেরা প্রিয়াঙ্কা কোন চমক নিয়ে হাজির হন, এখন সেটিই দেখার পালা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News