ছবি সংগ্রহীত
টেলিভিশন পর্দার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী নাজনীন নীহা ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন দর্শকের হৃদয়ে। বিশেষ করে রোম্যান্টিক ঘরানার নাটকে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে প্রচুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ভবিষ্যতে আরও অভিজ্ঞতা অর্জন করে বৈচিত্র্যময় চরিত্রেও কাজ করতে চান।
ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া নাটক ‘মন দুয়ারি’তে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে অভিনয় করেন নীহা। রোম্যান্টিক ঘরানার এ নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলে। এরপরই এই নতুন জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ বাড়তে থাকে।
দর্শকের সেই চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতা জাকারিয়া সৌখিন এবার ঈদে ‘মেঘ বালিকা’ নামে আরেকটি নাটকে নীহা-অপূর্ব জুটিকে উপস্থাপন করেন। এ নাটকটিও দর্শকের ভালোবাসা কুড়িয়েছে, আর অভিনেত্রীও পেয়েছেন বাড়তি পরিচিতি।
অভিনয়ের অভিজ্ঞতা এবং নিজের পছন্দের কথা জানিয়ে নীহা বলেন, “আমার মনে হয়, দর্শক আমাকে রোম্যান্টিক কাজে বেশি পছন্দ করেন। পরিচালকেরাও সে অনুযায়ী কাস্ট করেন। আমিও এই ঘরানার কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে শুধু এই এক ধারাতেই আটকে থাকতে চাই না। অভিজ্ঞতা আরও বাড়ুক, শেখার সুযোগ হোক, তারপর ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাই।”
নাজনীন নীহার রোম্যান্টিক অভিনয়ে সাবলীলতা এবং চরিত্রে প্রাণ ঢেলে দেওয়ার দক্ষতা ইতোমধ্যেই নজর কেড়েছে পরিচালকদের। তিনি জানান, তার অভিনীত আরও দুটি নাটক খুব শিগগিরই মুক্তি পাবে। এসব নাটকের গল্প, চরিত্র ও নির্মাণেও থাকবে নতুনত্বের ছোঁয়া।
সমসাময়িক নাটকে যারা অভিনয়শিল্পে নতুন আলো ছড়াচ্ছেন, নীহা তাদের অন্যতম। তার চোখে, প্রতিটি চরিত্রই শেখার সুযোগ এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের একটি জানালা। “শুধু জনপ্রিয়তা নয়, আমি অভিনয়ে সত্যিকারের দক্ষতা গড়তে চাই”—বলছিলেন এই উদীয়মান অভিনেত্রী
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News