ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:42 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

গণহত্যা মামলায় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনের আজ ট্রাইব্যুনালে হাজিরা

Publish : 01:42 AM, 21 April 2025.
গণহত্যা মামলায় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনের আজ ট্রাইব্যুনালে হাজিরা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৯ জনকে আজ (রোববার, ২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে বলা হয়েছে।

এদিন সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি করবেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় ১৯ জনকে হাজির হওয়ার জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে গণহত্যার মতো ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাজিরা পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন:

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শিল্পমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক।

তালিকায় আরও রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আজকের শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক গ্রহণযোগ্যতা যাচাই করা হবে। সেইসঙ্গে পরবর্তী আইনানুগ পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে আদালত।

রাজনৈতিক অঙ্গনে এই মামলাটি বেশ আলোচিত হয়ে উঠেছে। তবে সরকার বা আসামিপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল শিরোনাম ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ভিশন: বিশ্ববাসীর প্রতি আহ্বান শিরোনাম বৃষ্টিতে ভিজে কারাগারে মানবেতর পরিবেশে জুনায়েদ আহমেদ পলক শিরোনাম সকালে খালি পেটে বেল খাওয়ার উপকারিতা: কীভাবে শরীর উপকৃত হয়? শিরোনাম আল্লাহর নিয়ামত ও মানুষের গাফিলতি: কৃতজ্ঞতার শিক্ষা