ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:41 AM, 16 June 2025.
Digital Solutions Ltd

বাড়ছে করোনা: যাদের জন্য টিকার নেওয়ার তাগিদ

Publish : 09:41 AM, 16 June 2025.
বাড়ছে করোনা: যাদের জন্য টিকার  নেওয়ার তাগিদ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। সতর্ক অবস্থানে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ ঝুঁকিতে থাকা গর্ভবতী নারী, ষাটোর্ধ্ব ব্যক্তি এবং জটিল অসুস্থতায় ভোগা নাগরিকদের অতিরিক্ত ডোজ করোনা টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সংবাদ সম্মেলনে এই সতর্ক বার্তা দেওয়া হয়। অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর জানান, সরকারিভাবে বর্তমানে ১৭ লাখ ১৬ হাজার ৯০০ ডোজ টিকা মজুদ আছে এবং এগুলোই আপাতত বিতরণ করা হবে।

তিনি বলেন, “যারা এখনো টিকা নেননি, তাদের মধ্যে গর্ভবতী নারী, ইমিউনো কম্প্রোমাইজড ও বিভিন্ন মানুষের সংস্পর্শে কাজ করেন এমন ব্যক্তিদের অবশ্যই টিকা নেওয়া জরুরি। আর যারা আগেই টিকা নিয়েছেন, তাদের মধ্যে ষাটোর্ধ্ব, কোমর্বিডিটি রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম—তাদের ছয় মাস পার হলে অতিরিক্ত ডোজ নেওয়া উচিত।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো নির্ধারিত কেন্দ্রে গেলে টিকা পাওয়া যাবে। টিকাদান কর্মসূচি বন্ধ হয়নি।

তবে প্রশ্ন ছিল—সরকারের হাতে থাকা টিকাগুলোর মেয়াদ বা কার্যকারিতা কতটা রয়েছে? জবাবে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ বলেন, “আমাদের হাতে থাকা টিকা আগের সংস্করণ হলেও তা ওমিক্রনসহ নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কিছুটা নিরাপত্তা দিতে সক্ষম। ইউএস-সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, লেটেস্ট টিকা না থাকলেও আগের টিকা দিয়ে রোগের তীব্রতা অনেকাংশে কমানো সম্ভব।”

তিনি আরও বলেন, “নতুন টিকা সংগ্রহের প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবে খুব শিগগিরই তা করা হবে।”

করোনা পরীক্ষা সংক্রান্ত প্রশ্নে মহাপরিচালক জানান, “সবার করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। যাদের উপসর্গ থাকবে, কেবল তাদের ক্ষেত্রেই টেস্ট করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে আরটি-পিসিআর কিট সরবরাহের প্রস্তুতি চলছে।”

এছাড়া জেলা পর্যায়ে সরকার নিয়ন্ত্রিত সব হাসপাতালে শয্যা প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানান অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া নতুন কিছু নয়। তবে সাবধানতা ও আগাম প্রস্তুতি থাকলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব।

 

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার