ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:04 AM, 01 July 2025.
Digital Solutions Ltd

ডেঙ্গুর ভয়াবহ থাবা দেশে টানা পাঁচ দিন ধরে মৃত্যু হচ্ছে: বরগুনা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা

Publish : 02:04 AM, 01 July 2025.
ডেঙ্গুর ভয়াবহ থাবা দেশে টানা পাঁচ দিন ধরে মৃত্যু হচ্ছে: বরগুনা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠেছে। টানা পাঁচ দিন ধরে প্রাণ কেড়ে নিচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। সর্বশেষ শনিবার থেকে রোববার (২৯ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ নিয়ে ২৫ জুন থেকে শুরু হওয়া পাঁচ দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো মোট আটজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৩ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৬৭ জনে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ জন।

বিশ্লেষণে দেখা গেছে, দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল বিভাগ ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখছে। বিভাগটির ৬ জেলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪৩ জন, যা মোট আক্রান্তদের প্রায় ৪৫ শতাংশ। এরমধ্যে এককভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বরগুনা, যেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৯ জন – দেশের মোট আক্রান্তের ২৭ শতাংশ।

এ বিভাগেই এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন। এরমধ্যে শুধু বরগুনায় মৃত্যু হয়েছে ৬ জনের। বিশেষজ্ঞদের মতে, বরগুনা জেলা শহর ও আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি এ পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর এমন ধারাবাহিক সংক্রমণ ও মৃত্যু রোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে আরও সমন্বিত সচেতনতা ও জরুরি ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে বরগুনার মতো হটস্পট এলাকায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। তবে চলতি বছর জুন মাসেই দক্ষিণাঞ্চলের গ্রামীণ জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে, তা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১