ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 10:19 AM, 28 June 2025.
Digital Solutions Ltd

করোনা ফের আলোচনায়: একদিনে শনাক্ত ১৯, সংক্রমণ হার ঊর্ধ্বমুখী

Publish : 10:19 AM, 28 June 2025.
করোনা ফের আলোচনায়: একদিনে শনাক্ত ১৯, সংক্রমণ হার ঊর্ধ্বমুখী

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

করোনাভাইরাস আবারও ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট ৫১৮টি নমুনা পরীক্ষা করে এসব রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে আক্রান্তদের শনাক্ত করা হয়। তবে সৌভাগ্যবশত এই সময়ের মধ্যে কেউ করোনায় মারা যাননি।

বর্তমানে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে। আর চলতি বছর ২০২৫ সালে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে।

দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ২৯ হাজার ৫১৮ জন। যদিও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি, তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সংখ্যাবৃদ্ধি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ সামান্য অসতর্কতাও ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধির কারণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ, যা আগের চেয়ে কিছুটা বেশি।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজন রোগীর মৃত্যু ঘটে। পরে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, মাত্র দুই দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর রেকর্ড হয়— যা বাংলাদেশের করোনা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সময় ছিল।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের নানা দেশে এখনো করোনার ভিন্ন ভিন্ন ধরন মাঝে মাঝেই ফিরে আসছে। বাংলাদেশেও টুকটাক সংক্রমণ বেড়ে চলেছে, যা ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত। তাই নিয়মিত হাত ধোয়া, জনসমাগমে মাস্ক ব্যবহার এবং অসুস্থ হলে পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১