ছবি সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যদিও এই সময়টায় কারও মৃত্যু হয়নি, তবুও জনস্বাস্থ্য বিশ্লেষকরা বিষয়টিকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২৯ জুন) একদিনে ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়ায় ৪ দশমিক ২২ শতাংশ, যা বিগত কয়েক সপ্তাহের তুলনায় তুলনামূলক বেশি।
২০২৪ সালের জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪৮ জন। এর মধ্যে এ বছর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২২ জন। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।
করোনায় পুরুষের তুলনায় নারীর মৃত্যুহার কম হলেও, দু’পক্ষই ঝুঁকিতে রয়েছে। সর্বমোট মৃত্যুর মধ্যে পুরুষের হার ৬৩.৭৯% এবং নারীর হার ৩৬.২১%।
দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে একই বছরের ১৮ মার্চ। মহামারির শুরু থেকে আজ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। আর সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে।
মোট শনাক্তের হার: ১৩.০৫% (মহামারির শুরু থেকে এখন পর্যন্ত)
গত ২৪ ঘণ্টার শনাক্তের হার: ৪.২২%
শনিবার (২৮ জুন) ১৮১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৭ জনের শরীরে, এবং মারা যান ২ জন। সে তুলনায় রোববার শনাক্তের সংখ্যা ও নমুনা উভয়ই বেড়েছে, যদিও মৃত্যুহার শূন্য ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে ফ্লু ও শ্বাসতন্ত্রের সংক্রমণের পাশাপাশি করোনার সংক্রমণও বাড়তে পারে, তাই জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান ও প্রাকৃতিক সংক্রমণের ফলে জনগণের মধ্যে কিছুটা হাইব্রিড ইমিউনিটি তৈরি হলেও, ভাইরাসটি এখনো পুরোপুরি নির্মূল হয়নি। যেকোনো সময় নতুন ভ্যারিয়েন্ট ফিরে আসতে পারে।
তাদের মতে, কাশি-জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলেই পরীক্ষা করা, ভিড় এড়িয়ে চলা এবং অসুস্থ অবস্থায় মাস্ক ব্যবহার করা এখনো গুরুত্বপূর্ণ।
করোনা যেন “গেলেও পুরোপুরি যায়নি”—এ কথা আবারও স্মরণ করিয়ে দিলো এই নতুন সংক্রমণের খবর। আত্মতুষ্টি না করে এখনই প্রয়োজন সচেতনতা, পরীক্ষা ও সময়মতো চিকিৎসা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News