ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 11:49 PM, 18 April 2025.
Digital Solutions Ltd

মেয়ের প্রেম মেনে নিতে নারাজ অজয়, মজার মন্তব্য কাজলের

Publish : 11:49 PM, 18 April 2025.
মেয়ের প্রেম মেনে নিতে নারাজ অজয়, মজার মন্তব্য কাজলের

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের একমাত্র মেয়ে নাইসা দেবগনকে নিয়ে আলোচনা থেমে নেই। এখনও রুপালি পর্দায় পা না রাখলেও, নাইসা ইতিমধ্যেই বলিউডের আলোচনায় থাকেন নিজের স্টারকিড পরিচিতি, ফ্যাশন স্টেটমেন্ট ও সামাজিক উপস্থিতির জন্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে নাইসার প্রেম নিয়ে মজার এক মন্তব্য করে কাজল আবারও আলোচনার জন্ম দিয়েছেন। জানিয়েছেন, প্রেমের বিষয়ে মায়ের সঙ্গে সহজেই কথা বললেও, বাবার কাছে এ নিয়ে যেতে নারাজ নাইসা। কারণ—অজয় দেবগন এসব শুনলেই নাকি রীতিমতো ‘বন্দুক’ তুলে নিতে পারেন!

হাস্যরসাত্মক ভঙ্গিতে কাজল বলেন, “আমি নিশ্চিত, নাইসা কখনোই ওর বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কোনো কথা বলতে যাবে না। এসব শুনলে হয়তো অজয় রাগ করে বলবে, ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো।’”

এদিকে, একই পরিবারের দুই সন্তান—নাইসা ও যুগের মধ্যে সম্পর্কের গতিপ্রকৃতি নিয়েও উঠে আসে প্রশ্ন। কাজল জানান, মেয়ে নাইসা বেশি খোলামেলা মা’র সঙ্গে, আর ছেলে যুগ বরং বাবার সঙ্গে বেশি স্বচ্ছন্দ। অজয়ও একবার জানিয়েছিলেন, তার ছেলে যুগ তার সঙ্গে প্রেম-ভালোবাসা সংক্রান্ত বিষয় নিয়ে সহজেই কথা বলে।

মজার বিষয় হলো, এই কথার পেছনে যতই মজা থাকুক না কেন, বলিউডের ভক্তরা বরাবরই অজয়কে সিরিয়াস, ঠাণ্ডা মেজাজের চরিত্র হিসেবে দেখেন। ফলে বাস্তবেও যদি এমন পরিস্থিতি আসে, কেউ কেউ মজা করে বলছেন, "অজয় হয়তো সত্যিই বন্দুক না তুললেও, রাগী চোখে তাকিয়ে ছেলেটিকে কাঁপিয়ে দেবে!"

নাইসা বর্তমানে পড়াশোনা শেষ করে ফ্যাশন ও সামাজিক জীবনে মনোযোগী। মাঝে মধ্যেই বন্ধুদের সঙ্গে তার নানা ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যদিও বলিউডে আসা নিয়ে এখনও পর্যন্ত নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

 

 

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল শিরোনাম ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ভিশন: বিশ্ববাসীর প্রতি আহ্বান শিরোনাম বৃষ্টিতে ভিজে কারাগারে মানবেতর পরিবেশে জুনায়েদ আহমেদ পলক শিরোনাম সকালে খালি পেটে বেল খাওয়ার উপকারিতা: কীভাবে শরীর উপকৃত হয়? শিরোনাম আল্লাহর নিয়ামত ও মানুষের গাফিলতি: কৃতজ্ঞতার শিক্ষা