ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:52 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

স্টাফকে সারপ্রাইজ দিতে কক্সবাজারে পরীমণি

Publish : 12:52 AM, 21 April 2025.
স্টাফকে সারপ্রাইজ দিতে কক্সবাজারে পরীমণি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু কোনো সিনেমা বা প্রেমজীবন নয়—বরং তার হঠাৎ ঢাকা ছাড়ার কারণ।

সম্প্রতি গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমজীবনের টানাপড়েনের খবর যখন মুখর ছিল, তখনই নায়িকাকে আর রাজধানীতে দেখা যাচ্ছিল না। অনুসন্ধানে জানা গেছে, পরীমণি এখন কক্সবাজারে। উদ্দেশ্য, তার ব্যক্তিগত ম্যানেজার তুরানের জন্মদিনে বিশেষ চমক দেওয়া।

ফেসবুক ঘেঁটে দেখা যায়, ১৮ এপ্রিল পরীমণি ঢাকা ছাড়েন। ওই রাতেই, রাত প্রায় পৌনে ২টায় তিনি ফেসবুক লাইভে আসেন। সেখানে জানিয়ে দেন—“আমার যে ম্যানেজার, তুরান, তার আজ জন্মদিন। তাই হঠাৎ করেই কক্সবাজার চলে এসেছি ওর জন্মদিনটা একটু অন্যরকমভাবে উদযাপন করতে।”

এই ভিডিওতে পরীমণিকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। তিনি বলেন, তার স্টাফরাই তার পরিবার। তাদের বিশেষ দিনে পাশে থাকাই তার সবচেয়ে পছন্দের কাজ।

তুরানের জন্মদিন উদযাপনের পর, বর্তমানে কক্সবাজারেই অবস্থান করছেন পরীমণি। সঙ্গে রয়েছেন তার দুই সন্তানও। অভিনেত্রীর ফেসবুক প্রোফাইলে ২০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ছেলে পদ্মকে সঙ্গে নিয়ে কক্সবাজারের বৃষ্টিতে ভিজছেন তিনি। মা-ছেলের এই মুহূর্ত ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে ঠিক এই সময়েই আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে পরীমণি-সাদীর বিচ্ছেদ নিয়ে। পরীমণি সম্প্রতি এক ফেসবুক পোস্টে ‘প্রতারক’ শব্দটি ব্যবহার করেন, যা ঘি ঢেলে দেয় সেই আগুনে।

তবে এসব বিতর্ক বা গুঞ্জনের মাঝেও পরীমণি যেন স্বস্তির খোঁজে ছুটে গেছেন প্রকৃতির কাছে। তার চোখে-মুখে এখন শুধুই প্রশান্তি, আর সন্তানের সঙ্গে সময় কাটানোর আনন্দ।

ঢাকার ব্যস্ততা থেকে দূরে, কক্সবাজারের খোলামেলা আকাশের নিচে, সন্তান ও কাছের মানুষদের সঙ্গে কাটানো সময় হয়তো পরীর জন্য এখন সবচেয়ে বড় স্বস্তির আশ্রয়।

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ কর্মী, মামলা করলেন বাবা শিরোনাম এনআইডি লক: শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্য বঞ্চিত ২২ সেবা থেকে শিরোনাম সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানে শিরোনাম শোকের ছায়া: গার্ড ডিউটিতে থাকা সেনা সদস্য দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল