সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানেঃ ছবি সংগৃহীত
টেস্টের মঞ্চে প্রতিপক্ষ যদি হয় জিম্বাবুয়ে, আর উইকেট যদি ব্যাটিং সহায়ক হয়, তাহলে আশা থাকে বড় সংগ্রহের। তবে বাংলাদেশ দলের বাস্তবতা হলো, সেই উইকেটে নিজেদের ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হচ্ছে এখন বোলিং দিয়ে। যদিও মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ফাইফারের কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
গতকাল প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের দুই ওপেনার কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে। তাতে হতাশার আবরণ আরও ঘন হয় টাইগার শিবিরে।
তবে আজ সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিত্রটা বদলায়। নতুন বলে বল হাতে আগুন ঝরান পেসাররা। এরপর স্পিনে জাদু দেখান মিরাজ। ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে পুরো ইনিংসটাই নিয়ন্ত্রণে নেন তিনি।
মেহেদি হাসান মিরাজ ৫ উইকেট তুলে নেন মাত্র ৬২ রানে। তাঁর বোলিংয়ে কাঁপে জিম্বাবুয়ের মিডল অর্ডার। সাকিব ও খালেদ আহমেদের সহায়তায় শেষ পর্যন্ত ৮০.২ ওভারে ২৭৩ রানে অলআউট হয় রোডেশিয়ানরা।
তবুও ইনিংস ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮২ রানে এগিয়ে গেছে সফরকারী জিম্বাবুয়ে। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোই হবে বাংলাদেশের জন্য একমাত্র লক্ষ্য।
এদিকে সিলেটের উইকেট এখনও ব্যাটারদের পক্ষে। কিন্তু চাপ যে এখন ব্যাটিং ইউনিটের ওপরই, তা আর বলার অপেক্ষা রাখে না। দলের সিনিয়রদের দায়িত্ব নিয়ে খেলতে হবে, আর তরুণদের সাহসিকতার সঙ্গে জবাব দিতে হবে।
বাংলাদেশের সামনে এখনও সময় আছে ম্যাচে ফিরে আসার। তবে তার জন্য চাই দৃঢ়তা, চাই মিরাজদের সাফল্যের পর ব্যাটারদের জবাব।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News