ছবি সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল, যার ক্যারিয়ারের শুরু হয় মাত্র কয়েক বছর আগে, ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। নানা নাটকে তার অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। ঈদের সময় মুক্তি পাওয়া নাটক 'বান্টির বিয়ে'ও দর্শকপ্রিয়তা পেয়েছে, যেখানে কেয়া পায়েল ও ফারহান আহমেদ জোভান অভিনয় করেছেন।
নাটকের শুটিং সেটে খোশগল্পে মেতে ওঠা কেয়া পায়েল সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। নাটকের কনে চরিত্রে কস্টিউমে থাকা অবস্থায় তিনি মজা করে নানা বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় তিনি বলেন, "আমাকে অনেকেই বল, আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি, লাইট মেকআপে, ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে।"
এছাড়া, বয়স নিয়ে মজা করতে গিয়ে কেয়া বলেন, "আমার বয়স ১২ তেই ঠেকে আছে। এরপর আর বাড়ে নাই বোধহয়। মানে বয়স যতই বাড়ুক, মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স এখনও ১২, ওই ছোটবেলার পায়েলই আছি।"
বিয়ে নিয়ে কেয়ার বক্তব্য ছিল আরো মজাদার। তিনি বলেন, "ওই স্বপ্ন তো দেখাই হয়। বউ সাজব, আমার বিয়েতে নাচব, আমি কি কাঁদব নাকি কাঁদব না, নানান কিছু ভাবা হয় আসলে। এটা প্রতিটা মেয়ের জন্যই স্বপ্ন, এটি নিয়ে সবাই ভাবে— ওই জিনিসটাই হয় মাঝে মাঝে।"
এই মজাদার এবং রোমান্টিক মন্তব্যের মাধ্যমে কেয়া পায়েল আবারো তার ফ্যানদের মন জয় করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News