ছবি সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা নুসরাত ফারিয়া এবার নতুন রূপে হাজির হয়ে ফের আলোচনায়। ঈদের ছবি তেমন সাড়া না ফেললেও তার আইটেম গান ‘কন্যা’ বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে এবার পর্দার বাইরের উপস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
ঈদের ব্যস্ততা শেষে ছুটির মেজাজে আছেন ফারিয়া। ঠিক এই সময়েই নিজের ইনস্টাগ্রামে কিছু সাহসী ছবি পোস্ট করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, সাদা ব্রালেট পরে সুইমিং পুলে স্নান করছেন নুসরাত। লাইট মেকআপে, অর্ধেক শরীর জলে ডুবিয়ে ভেজা চুলে ক্যামেরার সামনে দিয়েছেন একাধিক স্টাইলিশ পোজ।ছবির ক্যাপশনেও ছিল হালকা রসিকতা তার এমন লুকে অনুরাগীরা যেমন মুগ্ধ, তেমনি অনেকে আবার দ্বিধাতেও পড়েছেন।
ভক্তদের মন্তব্যে দেখা যাচ্ছে, কেউ লিখেছেন—“এটাই তো ফারিয়া, হট অ্যান্ড বোল্ড!”, আবার কেউ বলছেন—“এতটা খোলামেলা না হলেও হতো, আপনি আমাদের রোল মডেল।”
বলা যায়, অভিনেত্রী নিজেকে সাহসীভাবে উপস্থাপন করলেও, তা ঘিরে জনমত স্পষ্টভাবে বিভক্ত। তবে এটাও সত্য, নুসরাত ফারিয়া তার গ্ল্যামার, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে বরাবরই লাইমলাইটে থাকতে জানেন।
এছাড়া তার ফ্যানবেজ বলছে, ফারিয়া হচ্ছেন এমন একজন তারকা, যিনি ফ্যাশন ও আত্মপ্রকাশে নিজের মতো করে পথ চলেন—প্রশংসা আর সমালোচনার ফাঁকে থেকেও নিজের স্বকীয়তা ধরে রাখেন।
এ মুহূর্তে নুসরাত ফারিয়া অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও, নিয়মিত নানা স্টাইলিশ লুকে উপস্থিত হচ্ছেন সামাজিক মাধ্যমে। তার ভক্তদের প্রত্যাশা, খুব শিগগিরই হয়তো নতুন কোনো চমক নিয়ে ফিরবেন রূপালি পর্দায়ও।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News