ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:45 AM, 18 April 2025.
Digital Solutions Ltd

পিরোজপুরে দুর্নীতির দায়ে হিসাব অফিস ও এলজিইডি’র ৫ কর্মকর্তা গ্রেপ্তার

Publish : 02:45 AM, 18 April 2025.
পিরোজপুরে দুর্নীতির দায়ে হিসাব অফিস ও এলজিইডি’র ৫ কর্মকর্তা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

পিরোজপুরে সরকারি অর্থ লুটপাট ও সীমাহীন দুর্নীতির ঘটনায় এলজিইডি ও জেলা হিসাবরক্ষণ অফিসের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বুধবার (১৬ এপ্রিল) রাতে পিরোজপুর সদর থানায় তাদের হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক হিসাব কর্মকর্তা মো. আলমগীর হাসান এবং এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল), দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম ২৩ জনের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় পরদিন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিরোজপুর এলজিইডি অফিসে কাজ না করেই ঠিকাদারদের বিল প্রদান এবং হিসাবরক্ষণ অফিসের সহায়তায় অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া যাচ্ছিল। তদন্তে বেরিয়ে আসে—প্রায় আড়াই হাজার কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন ছাড়াই। এছাড়া হিসাবপত্রে প্রায় ১ হাজার ১০১ কোটি টাকার গরমিল পাওয়া গেছে।

এ প্রসঙ্গে স্থানীয় সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এবং এলজিইডির কেন্দ্রীয় অফিস থেকেও তদন্ত চালানো হয়, যার ফলাফলে দুদক সরাসরি মামলা করে।

দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে দুর্নীতির স্পষ্ট প্রমাণ মেলায় মামলা ও গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়েছে।

পিরোজপুরের এলজিইডি ও হিসাব অফিসের কর্মকর্তাদের যোগসাজশে এমন দুর্নীতির চিত্র গোটা দেশের নজরে আসে, যা বিগত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর আরও স্পষ্ট হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের প্রেম মেনে নিতে নারাজ অজয়, মজার মন্তব্য কাজলের শিরোনাম ঝালকাঠিতে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত শিরোনাম পিএসএলের পর এবার রিশাদে চোখ পড়েছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিদের শিরোনাম চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ, ১২ ঘণ্টা পরও সন্ধান মেলেনি শিরোনাম গাজায় আবারও ইসরাইলি হামলা, প্রাণ গেল ৬৪ ফিলিস্তিনির শিরোনাম "নতুন করে পথচলা: গাউছিয়ার সাফল্যে Search BD News-এর অভিনন্দন"