ভারতে ৫০ বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলায় উত্তাল হরিয়ানাঃ ছবি সংগৃহীত
হরিয়ানার ফরিদাবাদে প্রায় ৫০ বছরের পুরনো আকসা মসজিদ ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি-শাসিত এই রাজ্যে মসজিদটিকে "বেআইনি স্থাপনা" দাবি করে গত ১৫ এপ্রিল এটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে, স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় এই কাজ আইনবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত।
কী ঘটেছে?
ফরিদাবাদের বড়খাল গ্রামের আকসা মসজিদটি ১৯৭৪ সালে স্থানীয় এক সাবেক সারপঞ্চের দেওয়া জমিতে নির্মিত হয়েছিল। দীর্ঘ ৫০ বছর ধরে স্থানীয় মুসলিমরা এখানে নামাজ আদায় করে আসছিলেন।
গত সোমবার ফরিদাবাদ পৌর কর্পোরেশন ভবনটি ভেঙে ফেলে, যার সময়ে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয়রা জানান, কোনো পূর্বনোটিশ ছাড়াই এই কাজ করা হয়েছে।
প্রশাসনের দাবি, এটি একটি "অনুমতিহীন স্থাপনা" এবং আদালতের নির্দেশে এটি অপসারণ করা হয়েছে।
স্থানীয়দের ক্ষোভ
স্থানীয় বাসিন্দা মুশতাক আহমেদ বলেন, "জমি বিরোধ ২৫ বছর ধরে চললেও হঠাৎ মসজিদটিকে অবৈধ বলা হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা চলার সময় এটি ভাঙা আইনবহির্ভূত।"
রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রেক্ষাপট
বিজেপি-শাসিত হরিয়ানায় গত কয়েক বছরে একাধিক মসজিদ ও মুসলিম স্থাপনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিরোধীরা অভিযোগ করছেন, সরকার সংখ্যালঘুদের লক্ষ্য করে সংঘাত বাড়াচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News