ছবি সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করা সবুজ (৩০) নামের এক অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন তিনি।
গত ১৩ এপ্রিল সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতাল রোড এলাকায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন সবুজ। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর তার মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিহত সবুজ চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। দুই সন্তানের জনক সবুজ জীবিকা নির্বাহ করতেন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে। স্ত্রী খুশি আক্তার জানান, দীর্ঘদিন ধরে সে চান্দিনা সদরের বেলাশহর এলাকায় বসবাস করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চান্দিনা হাসপাতাল রোডে ইউনুছ মিয়ার গ্যারেজে সবুজসহ আরও দুই চালক অটোরিকশা রাখতেন। ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাতের বেলায় সেই গ্যারেজ থেকে দুটি অটোরিকশা চুরি হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পরে একটি মামলা হয়, যাতে মানিক, সাইফুল ও নাজমুলের নাম উল্লেখ করা হয়।
তবে পুলিশে সোপর্দ করার পরও মাতব্বরদের কথায় মানিককে ছাড়িয়ে আনা হয় এবং উল্টো সবুজকে দায়ী করে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। সবুজ এই সিদ্ধান্ত মানতে পারেননি এবং তার পক্ষে এত টাকা দেওয়ার সামর্থ্যও ছিল না। পরে ১৩ এপ্রিল সন্ধ্যায় মাতব্বরদের নির্দেশে সালাউদ্দিন নামে এক ব্যক্তি তার অটোরিকশা নিয়ে গেলে, মানসিকভাবে ভেঙে পড়েন সবুজ। সেই ক্ষোভ ও অপমান থেকেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে চুরির অপবাদ দিয়ে ন্যায়ের বদলে অন্যায় করেছে ওরা। গরিবের বিচার কেউ করে না। ওরা চোর ছেড়ে দিয়েছে, আর নির্দোষ মানুষকে শাস্তি দিয়েছে।”
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। সবুজের আত্মহত্যার প্ররোচনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News