ছবি সংগৃহীত
রাজধানীর ওয়ারী এলাকায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মো. মুসার ছেলে মোহাম্মদ মুঈদ (৩২) এবং তার স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫), যিনি চৌদ্দগ্রামের জয়নাল আবেদিনের মেয়ে।
পুলিশ জানায়, মরদেহের অবস্থান এবং অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মুঈদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪-৫ দিন আগে মারা যান। পরে শোকে তার স্ত্রী রত্না বিষাক্ত কিছু সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
মুঈদের মরদেহ অর্ধগলিত অবস্থায় বিছানার ওপর পড়ে ছিল, আর একই বিছানায় মৃত অবস্থায় ছিলেন রত্না। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল:
‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহাম্মদ বলেন, এই দম্পতি লোকচক্ষুর আড়ালে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। তারা কারো সঙ্গে তেমন যোগাযোগ করতেন না। বাসার কাজের বুয়া দুই মাস ধরে বেতন পাচ্ছিলেন না। ঈদের পরে বেতন দেওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার কাজের বুয়া বেতন নিতে বাসায় গেলে সাড়া না পেয়ে ফিরে যান। পরে শনিবার বিকেলে আবার যান এবং বাড়িওয়ালার সহায়তায় বাসায় ঢোকার চেষ্টা করেন। তখনো কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে কেচিগেটের তালা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দুটি উদ্ধার করে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সালা আহমেদ জানান, এই দম্পতি আর্থিক অনটনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে কোনো আত্মীয়ের সঙ্গেও যোগাযোগ করতেন না।
মৃত মুঈদের বড় ভাই ডা. মুগলী সানি জানান, ২০২১ সালের পর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এমনকি তারা ঢাকায় কোথায় থাকেন তাও পরিবারের কেউ জানতেন না।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনাটি আবারও নিঃসঙ্গতা ও আর্থিক অনটনে জীবনযাপনের করুণ বাস্তবতাকে সামনে এনে দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News