ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:07 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

উইকেটের সন্ধানে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

Publish : 09:07 AM, 21 April 2025.
উইকেটের সন্ধানে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

উইকেটের সন্ধানে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে আজ সোমবার (২১ এপ্রিল)। প্রথম দিন শেষে সফরকারী জিম্বাবুয়ে ৬৭ রান তুলে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছিল। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও হতাশ করেছে টাইগাররা। ব্রায়ান বেনেট ও বেন কুরানের ওপেনিং জুটি প্রথম দিন শেষ বিকেলে বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ না দিয়েই খেলেছেন। এমনকি নতুন বলেও সুবিধা করতে পারেননি তাসকিন, শরীফুল কিংবা নাহিদ রানা।

দ্বিতীয় দিনের শুরুতে আবহাওয়া ছিল ধূসর, হালকা ঠান্ডা বাতাস বইছিল সিলেটের আকাশে। এমন কন্ডিশনে পেসারদের জন্য কিছুটা বাড়তি সুবিধা আশা করা হলেও উইকেট ছিল আগের মতোই শক্ত ও শুকনো। তাতে করে বোলারদের কাজটা সহজ হবে না, সেটা বুঝতেই পারছেন শান্তরা।

তবে টাইগারদের আশা, দ্বিতীয় দিন উইকেট কিছুটা মন্থর হলে স্পিনাররা খেলায় আসতে পারবেন। আজকের সকালের সেশনটাই হতে পারে ম্যাচের গতি পরিবর্তনের প্রধান সময়। দ্রুত উইকেট তুলে নিতে পারলে জিম্বাবুয়েকে চাপে ফেলা সম্ভব হবে।

নজর থাকবে তরুণ পেসার নাহিদ রানার দিকেও। গতি ও জোরে বল করে ব্রায়ান-বেন কুরান জুটিকে ভাঙার দায়িত্বটা নিতে পারেন তিনিই। অপরদিকে, মিরাজ-তাইজুলদের কাছ থেকে স্পিনে জ্বলে ওঠার প্রত্যাশা থাকবে দলীয় টিম ম্যানেজমেন্টের।

প্রথম দিন শেষে এখনও ১২৪ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে এই লিড কতটা কাজে আসবে, তা নির্ভর করছে আজকের প্রথম সেশনে টাইগার বোলাররা কেমন পারফর্ম করেন তার ওপর।

সারাংশ: প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। উইকেটের খোঁজে ঝাঁপিয়ে পড়েছে টাইগাররা। বোলারদের আজকের সেশনেই দিতে হবে জবাব।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ কর্মী, মামলা করলেন বাবা শিরোনাম এনআইডি লক: শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্য বঞ্চিত ২২ সেবা থেকে শিরোনাম সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানে শিরোনাম শোকের ছায়া: গার্ড ডিউটিতে থাকা সেনা সদস্য দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল