ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:07 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

হাসপাতালে ভর্তি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, সুস্থতার জন্য দোয়ার আহ্বান

Publish : 09:07 AM, 21 April 2025.
হাসপাতালে ভর্তি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, সুস্থতার জন্য দোয়ার আহ্বান

ডেস্ক রিপোর্টার :

এক সময়ের আলোচিত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক শীর্ষ নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) তার ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাবা বর্তমানে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন নয়, তবে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।”

তার সহকর্মী ও দীর্ঘদিনের জুনিয়র আইনজীবী শিশির মনিরও সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লেখেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সবাই দোয়া করবেন।”

প্রসঙ্গত, ২০১৩ সালে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকাকালীন যুক্তরাজ্যে চলে যান ব্যারিস্টার রাজ্জাক। ২০১৯ সালে জামায়াতে ইসলাম থেকে পদত্যাগ করে আইনের শাসনের পক্ষে অবস্থান জানান তিনি। পরে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’-তে যুক্ত হলেও গত বছর সেখান থেকেও সরে দাঁড়ান।

প্রায় ১১ বছর পর, গত বছরের ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর কিছুদিন পর সুপ্রিম কোর্টে আইন পেশায় পুনরায় যুক্ত হয়ে জুনিয়রদের সংবর্ধনা গ্রহণ করেন। এক সময় তিনি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি সহায়তা দিয়ে ব্যাপক আলোচিত হন।

ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার রাজ্জাক দুই ছেলে ও এক মেয়ের জনক। দুই ছেলেই বর্তমানে দেশের সুপ্রিম কোর্টে ব্যারিস্টারি করছেন।

১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজারে জন্ম নেওয়া এই প্রবীণ আইনজীবী ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ পর্যন্ত লন্ডনে আইন পেশায় যুক্ত থাকার পর তিনি দেশে ফিরে আসেন এবং পরবর্তীতে দেশের শীর্ষ আইনজীবীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই আইনজীবীর সুস্থতার জন্য আইন অঙ্গনের সহকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ কর্মী, মামলা করলেন বাবা শিরোনাম এনআইডি লক: শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্য বঞ্চিত ২২ সেবা থেকে শিরোনাম সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানে শিরোনাম শোকের ছায়া: গার্ড ডিউটিতে থাকা সেনা সদস্য দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল