ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 08:10 AM, 16 April 2025.
Digital Solutions Ltd

বড়াইবাড়ী দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি বিপ্লবী পরিষদের

Publish : 08:10 AM, 16 April 2025.
বড়াইবাড়ী দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি বিপ্লবী পরিষদের

বড়াইবাড়ী দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি বিপ্লবী পরিষদেরঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

২০০১ সালের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মৃতি হিসেবে ১৮ এপ্রিলকে 'বড়াইবাড়ী দিবস' হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০১ সালে বিএসএফ বড়াইবাড়ী গ্রামে একপক্ষীয় হামলা চালায়। মাত্র ৯ জন বিডিআর সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা অসীম সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। এতে বিপর্যস্ত হয় ভারতীয় বাহিনী। এ ঘটনাকে বাংলাদেশে জাতীয় বীরত্বের প্রতীক হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।

বড়াইবাড়ী প্রতিরোধে নেতৃত্বদানকারী অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা সাইফুল ইসলাম লাল মিয়া বলেন, “পাদুয়ায় পরাজয়ের প্রতিশোধ নিতে বিএসএফ বড়াইবাড়ীতে হামলা চালায়। আমাদের সংখ্যা ছিল মাত্র ৯ জন, আর ওরা ছিল ৫৫০ জন। আমরা হার মানিনি। গ্রামের মানুষ আমাদের পাশে দাঁড়ায়, আর সেই ঐক্য আমাদের বিজয় এনে দেয়।”

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, “১৮ এপ্রিল আমাদের সাহসিকতার দিন। অথচ এই দিনটিকে কোনো সরকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়নি। প্রতিনিয়ত সীমান্তে আমাদের ভাইরা নিহত হচ্ছেন। ভারত অন্য কোনো প্রতিবেশী দেশের সঙ্গে এমন আচরণ করে না, কেবল বাংলাদেশ ছাড়া।”

তিনি আরও বলেন, “ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, একটি সুবিধাবাদী রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক রাখতে চায়।”

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুদ্দিন বলেন, “এই যুদ্ধের শহীদদের জাতীয় বীর এবং আহতদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে ১৮ এপ্রিলকে রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানাই।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন:

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব

সহকারী সদস্য সচিব গালিব ইহসান ও সৌরভ সাকিল

জাতীয় বিপ্লবী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ

সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ

বক্তারা বলেন, বড়াইবাড়ী দিবস শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশি সাহসিকতা, আত্মত্যাগ ও প্রতিবাদের প্রতীক। তাই এর রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া আজ সময়ের দাবি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের প্রেম মেনে নিতে নারাজ অজয়, মজার মন্তব্য কাজলের শিরোনাম ঝালকাঠিতে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত শিরোনাম পিএসএলের পর এবার রিশাদে চোখ পড়েছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিদের শিরোনাম চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ, ১২ ঘণ্টা পরও সন্ধান মেলেনি শিরোনাম গাজায় আবারও ইসরাইলি হামলা, প্রাণ গেল ৬৪ ফিলিস্তিনির শিরোনাম "নতুন করে পথচলা: গাউছিয়ার সাফল্যে Search BD News-এর অভিনন্দন"