ছবি সংগ্রহীত
ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জেরুজালেমে আঘাত মানে মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত। মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ, যেটি লাখ-লাখ নবী-রাসূলের স্মৃতিধন্য। এই স্মৃতি মুছে দিয়ে ফিলিস্তিনকে দখলের পাঁয়তারা করছে ইহুদিবাদী শক্তি।”
শনিবার (১২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জাতিসংঘের সমস্ত বিধান উপেক্ষা করে আমেরিকার মদদে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ যদি নিজস্ব বিধান বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে তাদের দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ করা উচিত।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের বিজয় মানে ইসলামের বিজয়। মুসলিম উম্মাহকে এখনই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “যারা আজ ফিলিস্তিনের রক্ত নিয়ে হোলি খেলছে, তারা একসময় রিফিউজি ছিল। আরব দেশগুলোর দয়ায় ফিলিস্তিনে ঠাঁই পাওয়া এই গোষ্ঠী পশ্চিমাদের মদদে এখন পুরো ফিলিস্তিন গ্রাস করতে চায়।” তিনি মুসলমানদের প্রথম কিবলা ধ্বংসের ষড়যন্ত্র প্রতিহত করতে এখনই ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করার দাবি তোলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেন, “ফিলিস্তিনের বিজয় না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। পণ্য বয়কটের মাধ্যমে তাদের অর্থনীতিকে দুর্বল করে দিতে হবে। ২০০ কোটি মুসলমান যদি একজোট হয়, তাহলে ইসরায়েলের পতন অনিবার্য।”
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, “ইসরায়েল বছরের পর বছর গণহত্যা চালিয়ে গেলেও বিশ্বনেতারা নির্বিকার। জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘জাতিসংঘের ভূমিকা মুসলিম বিশ্বের কাছে এখন প্রহসন।’”
তিনি ওআইসি’র বর্তমান পর্ষদ ভেঙে নতুন, সাহসী ও আল্লাহভীরু নেতৃত্বে গঠনের আহ্বান জানান। একইসঙ্গে বলেন, “ইসলামী রাষ্ট্রপ্রধানদের উচিত দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। তা না হলে মুসলিম উম্মাহর ক্ষোভে পশ্চিমা শক্তিও আপনাদের রক্ষা করতে পারবে না।”
সমাবেশ শেষে সকাল ১১টায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News