ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:28 PM, 13 April 2025.
Digital Solutions Ltd

ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিল গণফোরাম ও জমিয়তে উলামায়ে ইসলাম

Publish : 11:28 PM, 13 April 2025.
ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিল গণফোরাম ও জমিয়তে উলামায়ে ইসলাম

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের কার্যক্রম আরও এক ধাপ এগোল। এবার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজ নিজ সংস্কার প্রস্তাব জমা দিল গণফোরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত কমিশনের কার্যালয়ে এই প্রস্তাব জমা দেন দুই দলের প্রতিনিধি দল।

গণফোরামের পক্ষে সংস্কার প্রস্তাব জমা দেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি আট সদস্যের প্রতিনিধি দল। এরপর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল কমিশনের হাতে প্রস্তাব তুলে দেয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আগেই সংবিধান সংস্কার বিষয়ে তাদের মতামত জমা দিয়েছিল। এবার তারা অবশিষ্ট চারটি বিষয়ে—জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন সম্পর্কিত সংস্কার প্রস্তাব জমা দিল।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে উভয় দলের প্রতিনিধিরা বলেন, দেশে একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সংস্কার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই কমিশন গঠিত হয়। কমিশনের কার্যক্রম শুরু হয় ১৫ ফেব্রুয়ারি থেকে। এর আওতায় গঠিত হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন—সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

এসব কমিশনের দেওয়া প্রাথমিক সুপারিশ ৩৯টি রাজনৈতিক দলের কাছে স্প্রেডশিট আকারে পাঠানো হয় মতামত জানার জন্য। এ পর্যন্ত ৩৪টি রাজনৈতিক দলের মতামত পেয়েছে ঐকমত্য কমিশন।

সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে আটটি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

এই ধারাবাহিকতা বজায় থাকলে, শিগগিরই কমিশন একটি চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাপত্র তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২