ছবি সংগ্রহীত
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি নববর্ষকে “জাতির আত্মপরিচয়ের এক উজ্জ্বল উপাদান” হিসেবে আখ্যায়িত করেছেন।
তারেক রহমান লেখেন, “বাংলা নববর্ষ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নববর্ষ উদযাপন শুধু উৎসব নয়, এটি বাঙালির মনন, সংস্কৃতি ও অতীত গৌরবের প্রতীক। এ দিনে আমি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।”
তিনি বলেন, “পহেলা বৈশাখ আবহমানকাল ধরে বারবার ফিরে আসে আমাদের জীবনে, একে ঘিরে ফোটে প্রকৃতি, জাগে প্রাণ। এই উৎসব আমাদের মনে জাগায় অতীত ঐশ্বর্যের স্মৃতি ও ভবিষ্যতের সম্ভাবনার দীপ্তি। প্রতি বছর পহেলা বৈশাখ আমাদের নতুন করে প্রেরণা দেয় অগ্রগতির পথে এগিয়ে চলার।”
তারেক রহমান বলেন, “১৪৩১ সাল নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী হয়ে পেছনে পড়ে গেছে। আমরা ১৪৩২ সালের নতুন প্রভাতে পা রেখেছি। এ প্রভাত আমাদের ক্লান্তি ও হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানায়। আজকের পৃথিবী এক জটিল সংকটে জর্জরিত—যেখানে শান্তি বারবার রক্তের স্রোতে থেমে যায়। এই পরিস্থিতিতে প্রয়োজন নিঃস্বার্থ সমাধান, প্রয়োজন মমতা ও মানবিকতার জয়।”
নববর্ষ উপলক্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতির যে উদার সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, তার ভিত্তিতেই বহুমতের ওপর দাঁড়ানো একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে। এ কাঠামোই হবে আমাদের এগিয়ে চলার ভিত্তি।”
বাংলা সন-তারিখের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান আরও বলেন, “এই সন আমাদের প্রাত্যহিক জীবন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের আত্মপরিচয়ের রূপকার এবং মননের বিকাশে অন্যতম মাধ্যম।”
তারেক রহমান সতর্ক করেন সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কেও। তিনি বলেন, “বিদেশি আধিপত্যবাদী শক্তি আমাদের ভাষা ও কৃষ্টির ঐতিহ্যকে ধ্বংস করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমাদের এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। নিজেদের সংস্কৃতি ও চেতনাকে জাগ্রত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
বার্তার শেষে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আমি প্রত্যাশা করি, বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাবে অসত্য, অন্যায় ও অনাচার। চারদিকে ছড়িয়ে পড়ুক শান্তি, প্রবাহিত হোক সুশীতল সুবাতাস। নতুন বছর হোক মানবিকতা, ঐক্য ও কল্যাণের আলোকবর্তিকা।” শুভ নববর্ষ ১৪৩২।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News