ছবি সংগ্রহীত
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরেছে সংগঠনটি। এ দাবিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি পেশ করেছে ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিটি পররাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির হাতে তুলে দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, গবেষণা সম্পাদক গোলাম যাকারিয়া এবং ঢাকা মহানগর উত্তর ও পশ্চিম, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উত্থাপিত মূল দাবি ও প্রস্তাবনাঃ
স্মারকলিপিতে গাজায় ইসরায়েলি হামলাকে "গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ" হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের পাসপোর্টে ‘Except Israel’ শর্তটি পুনর্বহালের দাবি জানায় সংগঠনটি।
এছাড়াও স্মারকলিপিতে আরও যে দাবিগুলো উত্থাপন করা হয়:
ইসরায়েলি পণ্য বর্জনের জন্য জাতীয়ভাবে সচেতনতামূলক পদক্ষেপ
ইসরায়েলের সঙ্গে যদি কোনো গোপন চুক্তি থাকে তা জনসমক্ষে প্রকাশ
গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা
আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন
সরকারের কাছে কার্যকর পদক্ষেপের আহ্বানঃ
স্মারকলিপিতে এসব দাবির ভিত্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনটির দাবি, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে ছিল—এখন সময় এসেছে আরও শক্ত অবস্থান নেওয়ার।
ছাত্রশিবির নেতারা জানান, “ইসরায়েল যেভাবে নিষ্পাপ নারী-শিশুদের হত্যা করছে, তা শুধু মানবাধিকার নয়, মানবতাকেই লঙ্ঘন করছে। বিশ্ব এখন নিরব, কিন্তু বাংলাদেশ ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে—এটাই আমরা চাই।”
এ সময় ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতিও আহ্বান জানায় ছাত্রশিবির।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News