রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতঃ ছবি সংগৃহীত
জাতীয় নির্বাচন আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা না করে পবিত্র রমজানের আগেই অনুষ্ঠিত হওয়া উচিত—এমন দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান জানান, বর্ষা মৌসুমের ঝড়-জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে, তাই রমজানের আগেই ভোট চান তারা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াতের শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, “আমরা চাই, জাতীয় নির্বাচনটি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর বা জুনে না গিয়েও রমজানের আগেই সম্পন্ন হোক। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা মাথায় রেখে আমরা সময়ক্ষেপণ না করার পক্ষে।”
নির্বাচন পদ্ধতি নিয়েও মত দিয়েছেন তিনি। তার মতে, “এটি অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে হওয়া উচিত, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।”
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে অর্থনৈতিক ও বৈদেশিক নীতিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান ব্যাখ্যা করা হয় বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, “মার্কিন প্রতিনিধিরা জানতে চেয়েছেন—আমরা ক্ষমতায় গেলে আমাদের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি কেমন হবে, আমরা তা খোলামেলা আলোচনা করেছি। তারা সংখ্যালঘু, নারী অধিকার ও শ্রম অধিকারের বিষয়েও আগ্রহ দেখিয়েছেন।”
এছাড়া, মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ প্রসঙ্গে জামায়াতের পক্ষ থেকে পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। জামায়াতের আমির বলেন, “এই সংকটময় সময়ে আমরা আশা করি, যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে এবং ট্যারিফ কমিয়ে দেবে।”
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ন্যায়বিচারের ভিত্তিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড মূল্যায়নের আহ্বান জানিয়েছি।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News