ছবি সংগৃহীত
পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে এবার নজিরবিহীনভাবে ১৮০ জন ইহুদি উপাসককে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সাধারণত একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে না দিলেও, বুধবার (১৬ এপ্রিল) এই সীমা ভেঙে ফেলা হয়।
নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা চত্বরে প্রবেশ করে প্রার্থনা করেন। মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত এই এলাকাটিতে মুসলিমদের প্রবেশ সে সময়ে বন্ধ রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটিকে ‘ভীতিকর ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওনি বাজবাজ। তাঁর ভাষায়, “আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি।”
ওয়াকফ কর্তৃপক্ষের আশঙ্কা, ঘটনাটি আল-আকসা চত্বরের বহুদিনের ‘স্থিতাবস্থা’কে পাল্টে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টা। তাদের মতে, ইসরায়েল সরকার একটি পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে মুসলিম কর্তৃত্ব হ্রাস করে ইহুদি ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে।
ইসরায়েলি পুলিশ দাবি করেছে, “সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।” তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েলি উগ্র ডানপন্থী নেতাদের দীর্ঘদিনের প্রচারণা—আল-আকসায় ইহুদি উপাসনা অনুমোদনের—সঙ্গে এই পদক্ষেপের স্পষ্ট যোগসূত্র রয়েছে।
বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, ১৯৯৪ সালে হেবরনের ইব্রাহিমি মসজিদের মতো এখানে ধর্মীয় বিভাজন কার্যকর করার প্রস্তুতি চলছে।
আল-আকসা চত্বর আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও, ১৯৬৭ সাল থেকে ইসরায়েল এটিকে দখল করে রেখেছে।
ওয়াকফ কর্তৃপক্ষ ও মুসলিম বিশ্ব এ ঘটনাকে ধর্মীয় উস্কানি এবং দখলদারিত্বের নতুন মাত্রা হিসেবে দেখছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বিষয়টি নিয়ে জাতিসংঘ ও ওআইসির পক্ষ থেকে প্রতিক্রিয়া আশা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News