ছবি সংগ্রহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা পানি তুলতে গিয়ে কূপে পড়ে গিয়েছিলেন। দীর্ঘ সময় পানিতে ভেসে থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। অদ্ভুতভাবে, হাসপাতালে জ্ঞান ফিরে শোভারানি বন্দ্যোপাধ্যায় বললেন, ‘চা খাব’।
ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ১০টার দিকে হুগলি জেলার পাণ্ডুয়া উপজেলার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ায়। স্থানীয় বাসিন্দা শোভারানি বন্দ্যোপাধ্যায় স্বামীর মৃত্যুর পর একা বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে কলকাতায় থাকেন, এবং প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার খোঁজখবর নিতেন। শনিবার সকালে শোভারানিকে না পেয়ে বর্ণালী খুঁজতে শুরু করেন এবং অবশেষে বাড়ির পেছনে একটি পুরোনো কূপে তাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন।
এটি দেখে দ্রুত স্থানীয়দের ডাক দেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকল কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা কূপে মই নামিয়ে তাকে উদ্ধার করেন। পরে শোভারানিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে, জ্ঞান ফিরে শোভারানি বলেছিলেন, ‘চা খাব’। এই কথা শুনে হাসপাতালের কর্মী এবং উপস্থিত সবাই কিছুটা হেসে ফেলেন এবং আশপাশের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
এটি একটি অলৌকিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ এত বয়সে এবং এত সময় পানিতে ভেসে থেকেও তিনি জীবিত ফিরে এসেছেন। প্রতিবেশীরা তার সুস্থতা কামনা করছেন এবং ঘটনাটি তাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News