ছবি সংগ্রহীত
উত্তর আফ্রিকার দেশ সুদানে সাম্প্রতিক সহিংসতায় নতুন করে ভয়াবহতা দেখা দিয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় নর্থ দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের এলাকায় দুদিনে দুটি উদ্বাস্তু শিবিরে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর হামলায় শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) এল ফাশেরের এক সরকারি কর্মকর্তা ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
নর্থ দারফুর রাজ্যের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ইব্রাহিম খাতির বলেন, “শুক্রবার জামজাম উদ্বাস্তু শিবিরে RSF মিলিশিয়ারা ভয়াবহ হামলা চালিয়েছে। এতে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।” তিনি আরও জানান, নিহতদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনালের পরিচালিত ফিল্ড হাসপাতালের ৯ কর্মী রয়েছেন।
এর একদিন পর, শনিবার আবু শৌক উদ্বাস্তু শিবিরেও হামলা চালায় RSF। ইব্রাহিম খাতিরের ভাষ্য অনুযায়ী, সেখানে কমপক্ষে ১৪ জন নিহত হন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ইমার্জেন্সি রুম দাবি করেছে, এই শিবিরে গোলাবর্ষণে নিহতের সংখ্যা অন্তত ৪০ এবং আহত হয়েছেন শত শত মানুষ।
এই হামলাগুলোর বিষয়ে RSF এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি। এদিকে, এল ফাশের শহরটি ২০২৪ সালের ১০ মে থেকে সুদানের সশস্ত্র বাহিনী (SAF) ও RSF এর মধ্যকার টানা সংঘর্ষের কেন্দ্রস্থল। শহরটি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
সুদান সংকট পর্যবেক্ষণকারী একটি স্থানীয় সংস্থার তথ্যমতে, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া SAF ও RSF-এর সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে ২৯ হাজার ৬০০ জনের, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ, এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিচ্ছে এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News